সোমবার

২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচারনার শীর্ষে বিএনপির প্রার্থীআফরোজা খানম রিতা

🕙 প্রকাশিত : ২৫ জানুয়ারি, ২০২৬ । ৬:০০ পূর্বাহ্ণ

মানিকগঞ্জ- ৩ আসনে পুরোদমে নির্বাচনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিএনপির প্রার্থী আফরোজা খানম রিতা। প্রতীক বরাদ্দ পাবার পর থেকেই নির্বাচনি এলাকার সদর ও সাটুরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন, গ্রাম ও পাড়া-মহল্লায় দিনব্যাপী গণসংযোগ, পথসভা ও মতবিনিময় সভার মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছাচ্ছেন তিনি।গতকাল সদর উপজেলার বিভিন্ন গ্রামের মানুষ ও হিন্দু ধর্মের স্বরস্বতী পূজারীদের সাথে ভাব বিনিময় করেন।
প্রচারণাকালে আফরোজা খানম রিতা সাধারণ মানুষের দুঃখ-কষ্ট, প্রত্যাশা ও এলাকার দীর্ঘদিনের সমস্যা মনোযোগ দিয়ে শোনেন। তিনি বলেন, মানিকগঞ্জ- ৩ আসনের মানুষ উন্নয়ন, সুশাসন ও ভোটের অধিকার ফিরে পেতে চায়। আমি নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়েই এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবো।

দৈনিক টেলিগ্রাম

প্রচারণায় তার সঙ্গে জেলা বিএনপির সাবেক আহবায়ক অ্যাডভেোকেট জামিল উদ্দীন খান,জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউদ্দিন আহমেদ কবীর, যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রকিবুর রহমান রাকিবসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নিচ্ছেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
মানিকগঞ্জের সাধারণ মানুষের হৃদয়ে ধানের শীষের প্রতি ভালোবাসা অটুট রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা। তিনি বলেন, “মানিকগঞ্জের মানুষ বারবার প্রমাণ করেছে— তারা ধানের শীষকে ভালোবাসে, গণতন্ত্রকে ভালোবাসে।”

তিনি আরও বলেন, দলের নাম ভাঙিয়ে যদি কোনো নেতা-কর্মী সাধারণ মানুষের ওপর জুলুম, হয়রানি বা কষ্ট করে থাকে, তবে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। দলীয় শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এ সময় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা হবে এবং একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠা করা হবে।জনগণের পাশে থাকাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। জনগণের সঙ্গে প্রতারণা নয়, বরং তাদের অধিকার প্রতিষ্ঠার জন্যই বিএনপির এই আন্দোলন ও সংগ্রাম।” পথসভায় উপস্থিত দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, সাধারণ মানুষের সঙ্গে ভদ্র ও মানবিক আচরণ করতে হবে। কারও বিরুদ্ধে অভিযোগ উঠলে তা গুরুত্বের সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।
আফরোজা খানম রিতা বলেন, প্রতীক পাওয়ার আগেই আমি মানিকগঞ্জ-৩ আসনের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেরিয়েছি। মানুষের কথা শুনেছি, তাদের চোখে চোখ রেখে অনুভব করেছি প্রত্যাশা। সবার মুখে একটাই কথা—দীর্ঘদিন পর এবার তারা মনের আনন্দে ভোট দিতে পারবে। আমি দেখেছি, মানুষের মনে আবার প্রাণের উচ্ছ্বাস ফিরে এসেছে। এই উচ্ছ্বাস নিয়েই তারা ধানের শীষে ভোট দিয়ে বিএনপির বিজয় নিশ্চিত করবে—এই বিশ্বাস আমার আছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ