সাবেক মন্ত্রী বাবা হারুনুর রশীদ খান মুন্নুর কবর জিয়ারত করে প্রচারণা শুরু করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ ৩ আসনের বিএনপি প্রার্থী আফরোজা খানম রিতা। বৃহস্পতিবার সাড়ে এগারোটার দিকে জেলার মুন্নু সিটিতে বাবার কবর জিয়ারত শেষে গিলন্ড এলাকায় ইজিবাইক, অটোরিকশা চালক ও দোকানীদের মাঝে ভোট প্রার্থনা করেন তিনি।
এ সময় জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মোতালেব হোসেন, মানিকগঞ্জ জেলা বিএনপির কমিটির সদস্য গোলাম আবেদন কায়সার, নাসির উদ্দিন আহমেদ জাদু, গোলাম কিবরিয়া সাঈদ, আব্দুস সালাম বাদল উপস্থিত ছিলেন।

