মঙ্গলবার

২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ঘিওরে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস অনুষ্ঠিত 

“নিজের জন্য যুদ্ধ করি, সহিংসতা রোধে একসাথে লড়ি” শ্লোগানকে সামনে নিয়ে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ১ ডিসেম্বর )   সকালে  ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের বামনা বি,কে,এস পাপ সস লিঃ হল রুমে  এ অনুষ্ঠানের আয়োজন করেন নারীপক্ষ আয়োজিত  নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস কর্মসূচিতে ছিলো ঘোষণা পাত্র পাঠ ও  আলোচনা সভা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন ৩ নং বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য  নাছিমা আক্তার ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্থানীয় সম্পৃক্ততায় নারীর কর্মপ্রসার প্রকল্প পরিচালক রওশন আরা ।  সহ-ব্যবস্থাপক লিপি লিলিয়ান রোজারিও, চ্যাম্পিয়ন মোহনা ও মারিজা খান তানজিনা ।

নারীপক্ষ অধীনে পরিচালিত স্থানীয় সম্পৃক্ততায় নারীর কর্মপ্রসার প্রকল্প সেপ্টেম্বর   ২০২৫ থেকে মানিকগঞ্জের ঘিওর  উপজেলায় কাজ করছে। প্রকল্পের মাধ্যমে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য দক্ষতা উন্নয়ন কর্মকান্ডের মাধ্যমে নারীদের আত্ব-নির্ভরশীল হতে সহায়তা করা হবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ