মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাহিদুর রহমান তুষারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। তুষার বয়ড়া ইউনিয়ন পরিষদের তিনবারের সাবেক চেয়ারম্যান ছিলেন।
২৬ নভেম্বর (বুধবার) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জাহিদুর রহমান তুষারকে বিএনপি’র প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তার আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ পুনর্বহাল করা হয়েছে। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, “এখন থেকে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবেন—এমনটাই প্রত্যাশা করা হচ্ছে।”
জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতার দিকনির্দেশনায় দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে কাজ করবেন জানিয়ে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুর রহমান তুষার বলেন, ” বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় দলের শীর্ষ নেতাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমার রাজনৈতিক অভিভাবক জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতার দিকনির্দেশনায় দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করে দলের শক্তি বাড়াতে সচেষ্ট থাকব, ইনশাআল্লাহ।”
উল্লেখ্য, বিগত আওয়ামী লীগ সরকারের সময় ২০২৪ সালের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় নির্দেশনা উপেক্ষা করে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করায় তাকে দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

