সোমবার

২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সিংগাইরে অবৈধভাবে মাটিকাটা বন্ধে অভিযান, চার লাখ টাকা জরিমানা

🕙 প্রকাশিত : ২৫ জানুয়ারি, ২০২৬ । ৫:৪৪ পূর্বাহ্ণ

মানিকগঞ্জের সিংগাইরে রাতের আঁধারে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কেটে ইটভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে একটি অসাধু ব্যবসায়ী চক্র। এই মাটিকাটা বন্ধে গত বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। সেই সঙ্গে মাটিকাটার কাজে ব্যবহৃত ৩টি এক্সকাভেটর অকার্যকর করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন স্থানে রাতের আঁধারে অবৈধভাবে কৃষি জমির টপসয়েল কেটে ইটভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে একটি অসাধু মাটি ব্যবসায়ী চক্র। এমন খবরে গত বৃহস্পতিবার দিবাগত রাত ৮ টা থেকে আড়াইটা পর্যন্ত উপজেলার বলধারা, বায়রা ও সায়েস্তা ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: হাবেল উদ্দিন। এসময় বায়রা ইউনিয়নের এক ব্যবসায়ীকে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটিকাটার অপরাধে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে মাটিকাটার কাজে ব্যবহৃত ৩টি এক্সকাভেটর অকার্যকর করা হয়।
ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: হাবেল উদ্দিন বলেন, প্রশাসনের তৎপরতা বুঝতে পেরে দিনের পরিবর্তে রাতে অবৈধভাবে মাটি কেটে আসছিল একটি চক্র। এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী চারটি স্থানের মাটিকাটা বন্ধ, ৩টি এক্সকাভেটর অকার্যকর ও ৪ লাখ টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ