মানিকগঞ্জের হরিরামপুরে সাবেক ছাত্রদল–স্বেচ্ছাসেবক দলের দুই নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল হয়েছে। এতে করে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।গত ১৫ ডিসেম্বর ‘জিয়ার সৈনিক হরিরামপুর থানা’ নামে একটি ফেসবুক আইডি থেকে মাদক সেবনের এই ভিডিও ভাইরাল হয়। জানা গেছে, সম্প্রতি ১৫ ডিসেম্বর ‘জিয়ার সৈনিক হরিরামপুর থানা’ নামে একটি ফেসবুক আইডি থেকে হরিরামপুর উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান লিংকন এবং বলড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম জাকেরের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওতে তাদের ইয়াবা জাতীয় মাদক সেবন করতে দেখা যায়, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
ওই ফেসবুক আইডি থেকে করা ভিডিও পোস্টে উল্লেখ করা হয়, সিঙ্গাপুর প্রবাসী শাহিন মৃধার ‘বিশ্বস্ত হাতিয়ার’ হিসেবে পরিচিত ছাত্রদলের হরিরামপুর থানার সভাপতি পদপ্রার্থী লিংকন এবং স্বেচ্ছাসেবক দলের নেতা জাকেরের ‘জমজমাট মাদক আড্ডা’।
পোস্টটির কমেন্টস-এ লাল মিয়া নামে একজন লেখেন, এরকম কিছু নষ্ট মানুষের জন্য আমাদের প্রিয় বিএনপি দলগুলোর অনেক বদনাম হয়ে যাচ্ছে। এদের বিচার করা দরকার-এটাই আমার লিডারের কাছে দাবি।
মো. জাকারিয়া হোসেন নামে আরেকজন কমেন্ট করেন, “মাশাআল্লাহ, এরাই তো আগামীর ভবিষ্যৎ। অনেক মানুষ আছে যারা বিএনপিকে দেখতে পারে না। তাদের মতো নেশাখোর লোকদের কারণেই এসব নেতার জন্য বিএনপির বদনাম হয়। আমি এর তীব্র নিন্দা জানাই এবং অতি দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।
মিজানুর রহমান নামে অপর একজন মন্তব্য করেন, আমরা নেতারা সবাই বলি-স্লোগান দিই মাদকমুক্ত সমাজ গড়বো। তাহলে এটাই কি তার পরিচয়?
এ বিষয়ে হরিরামপুর উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান লিংকন এবং বলড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম জাকেরের বক্তব্য জানতে একাধিকবার তাদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।
এ প্রসঙ্গে জেলা ছাত্রদলের সভাপতি মো. আব্দুল খালেক শুভ বলেন, তাদের মাদকাসক্তের ভিডিও’র বিষয়ে অবগত নই। তবে কোনো ব্যক্তিগত ঘটনার দায় বিএনপি নেবে না। বর্তমানে হরিরামপুর উপজেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত রয়েছে। তাই সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। তবে মাদকাসক্ত কোনো ব্যক্তিরই ছাত্রদলে থাকার সুযোগ নেই।
এ প্রসঙ্গে জেলা সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক এ্যাড. রাকিব বলেন, সেচ্ছাসেবক দলে কোন মাদকসেবিদের ঠাঁই নাই। বিগত দিনে বিভিন্ন অনিয়মের দায়ে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
এ বিষয়ে হরিরামপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, ঘটনার বিষয়ে পুলিশ অবগত নয়।

