বৃহস্পতিবার

১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিবালয়ে নবনিযুক্ত ইউএনওর সাথে মতবিনিময় সভা 

🕙 প্রকাশিত : ৪ ডিসেম্বর, ২০২৫ । ১০:০৭ পূর্বাহ্ণ

মানিকগঞ্জের শিবালয় উপজেলা প্রশাসনের উদ্যোগে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিষা রানী কর্মকারের সঙ্গে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়।

সভায় শিবালয় উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষাব্যবস্থা, জনসেবামূলক কার্যক্রম, সামাজিক সমস্যা ও প্রশাসনিক সমন্বয়ে অংশগ্রহণকারীরা মতামত ও পরামর্শ তুলে ধরেন। উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন, নতুন ইউএনওর দায়িত্ব গ্রহণের মাধ্যমে উপজেলা প্রশাসনের কাজ আরও গতিশীল হবে এবং সেবার মান বাড়বে।

সভায় উপস্থিত ছিলেন শিবালয় সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সাদিয়া সাবরিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন, রফিক খান, ডা. জালাল উদ্দিন, শিবালয় উপজেলা বিএনপির সভাপতি রহমত আলী বাবলু, জামায়াতে ইসলামী আমির মো: হাতেম আলী, বিএনপি সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, যুবদল আহ্বায়ক হোসেন আলী, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক প্রতিনিধি ও সংবাদকর্মীরা।

সভায় স্থানীয় নেতৃবৃন্দ ও পেশাজীবীরা বিভিন্ন সমস্যার দিক তুলে ধরে সমাধানের প্রত্যাশা জানান।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ