বৃহস্পতিবার

১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মনির হোসেনকে দাফন

🕙 প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২৫ । ২:১৬ অপরাহ্ণ

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার সারারিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মনির হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

বুধবার বেলা সোয়া ১১টায় স্থানীয় সারারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাকে গার্ড অব অনার দেয়া হয়।এ সময় সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুনাহার ও সিঙ্গাইর থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম। এ সময় অন্যানের মধ্যে  বক্তব্য রাখেন দুই নম্বর সেক্টরের  কমান্ডার মোঃ আওলাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন মাস্টার (হাসেম)।এ অনুষ্ঠানে উপস্থাপনা করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মাস্টার। এ সময় প্রয়াত বীর মুক্তিযোদ্ধার ছেলে মোঃ সুমন মিয়া তার বাবার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।পরে সেখানে অনুষ্ঠিত জানাজায় সিঙ্গাইর উপজেলার মুক্তিযোদ্ধারা ও এলাকার গণ্যমান্য বাক্তিবর্গসহ, আত্মীয়স্বজন ও বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন।জানাজা শেষে পারিবারিক গোরস্থানে বীর মুক্তিযোদ্ধা মনির হোসেনকে দাফন করা হয়।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ