মঙ্গলবার

২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের জন্য ০৮ জনকে বিনাশ্রম কারাদণ্ড

মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের আলোকদিয়া চর এলাকায়, যমুনা নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৮জনকে আটক করেছে শিবালয় উপজেলার প্রশাসন। 

শুক্রবার ১৭ই জানুয়ারি বিকালে এ অভিযান পরিচালিত হয়। 

এসময় নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন এর সংশ্লিষ্ট ধারায় ০৬ জনকে ০৩ মাস করে এবং ০২ জনকে ০৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানে ০২টি ড্রেজার কাটার মেশিন আটক করা হয়। এসময় বাংলাদেশ কোস্ট গার্ড ও আনসার বাহিনীর দুটি চৌকস টিম সার্বিক সহযোগিতা করে। 

এবিষয়ে শিবালয় উপজেলার সহকারী কমিশনার (ভুমি) এস.এম ফয়েজ উদ্দিন জানান,জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ