বৃহস্পতিবার, অক্টোবর ২৩, ২০২৫

মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাধ্যমে মানিকগঞ্জে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হব

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা বলেছেন, নীতি-আদর্শই আমাদের রাজনীতির মূল ভিত্তি। যারা এই আদর্শে বিশ্বাস করবে না, তাদের দলে জায়গা হবে না।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ শহরের খান বাহাদুর আওলাদ হোসেন খান কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আফরোজা খানম রিতা আরো বলেন, আমরা যারা রাজনীতি করি, তারা চাই সুষ্ঠু, সুন্দর ও মানবিক সমাজ গড়ে উঠুক। শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক সমাজের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। শিক্ষকরা যেন কখনো নিজেদের অসহায় না ভাবেন—এ দায়িত্ব আমাদের সবার।

শিক্ষার প্রসার ও মান উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি আরও বলেন, দেশের অনেক জেলায় এখন বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু মানিকগঞ্জে এখনো একটি বিশ্ববিদ্যালয় নেই। আমার স্বপ্ন—এই জেলার শিক্ষার্থীদের জন্য একটি পাবলিক বিশ্ববিদ্যালয় গড়ে তোলা। আমার বাবা মুন্নু ওয়েলফেয়ার ট্রাস্ট ইতোমধ্যে হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন। সামনে আমাদের পরিকল্পনা আছে মানিকগঞ্জে একটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় স্থাপন করা।

তিনি অভিযোগ করেন, বিগত সময়ে আমরা এই উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু আওয়ামী ফ্যাসিস্ট সরকারের রাজনৈতিক প্রতিহিংসার কারণে তা সম্ভব হয়নি। ইনশাল্লাহ, আগামী নির্বাচনে ধানের শীষের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে ক্ষমতায় এলে মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাধ্যমে মানিকগঞ্জে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে।

অনুষ্ঠানে কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি আ. ফ. ম. নুরতাজ আলম বাহারের সভাপতিত্বে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আ. ত. ম. জহিরুল আলম লোদী, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজীবসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। নবীনবরণ অনুষ্ঠানের আনুষ্ঠানিক পর্ব শেষে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ