মঙ্গলবার

২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উপলক্ষে মানিকগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৬ নভেম্বর বুধবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে মানিকগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।

অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী নাসরিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, প্রাণিসম্পদ খাত আমাদের খাদ্যনিরাপত্তা, পুষ্টি ও অর্থনীতির সঙ্গে গভীরভাবে জড়িত। আধুনিক প্রযুক্তিনির্ভর পশুপালন ও নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদনে সরকার এখন অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। মানিকগঞ্জের খামারিরা ইতোমধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, এ প্রদর্শনী তাদের আরও উৎসাহিত করবে।

তিনি আরও বলেন, স্থানীয় খামারীদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণ, দক্ষতা বৃদ্ধি এবং রোগব্যাধি প্রতিরোধে প্রশাসন সবসময় সহযোগিতা করবে

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ ভেটেনারি অফিসার এ এম রেজ্জাকুল হায়দার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নাজমুল হাসান খানসহ অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠানে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের গুরুত্ব, পশুপালন উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ প্রাণিজ খাদ্য নিশ্চিতকরণ বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি স্থানীয় পশুপালকদের উৎপাদিত পণ্য নিয়ে বিশেষ প্রদর্শনীও আয়োজন করা হয়।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ