বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫

মানিকগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর জেসমিন আক্তার আটক

মানিকগঞ্জ পৌরসভার সাবেক নারী কাউন্সিলর জেসমিন আক্তারকে আটক করেছে পুলিশ।
সদর থানার ওসি মো. কামাল হোসেন জানান, বুধবার রাত ১২টার দিকে তাকে শহরের নিজ বাসা থেকে আটক করা হয়।
জেসমিন আক্তার মানিকগঞ্জ পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলরের পদে ছিলেন। পুলিশ জানায়, তিনি নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন।
ওসি কামাল হোসেন বলেন, আওয়ামী লীগ নেত্রী ও সাবেক পৌরসভার কাউন্সিলর জেসমিন আক্তারকে আটক করা হয়েছে। তাকে এখনো আদালতে পাঠানো হয়নি। বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলায় তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ