মানিকগঞ্জ জেলা ক্রীড়া অফিস আয়োজিত ভলিবল প্রতিযোগিতায় শিবালয় উপজেলায় চ্যাম্পিয়ন হয়েছে নালী বড়রিয়া কৃষ্ণচন্দ্র উচ্চ বিদ্যালয়।
মঙ্গলবার বিকেলে শিবালয় উপজেলার শাকরাইল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা ২–০ সেটে বরংগাইল গোপালচন্দ্র উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলাশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মনিষা রানী কর্মকার।জেলা ক্রীড়া অফিসার মানিকগঞ্জের ফেরদৌসী আক্তার বন্যার সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, শিবালয় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান খান এবং শাকরাইল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম।
মানিকগঞ্জ জেলা ক্রীড়া অফিস আয়োজিত ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত
🕙 প্রকাশিত : ১৪ জানুয়ারি, ২০২৬ । ৭:৫১ পূর্বাহ্ণ

