বৃহস্পতিবার

১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বিদ্যুৎ বিল বকেয়ার কারণে মনোনয়ন বাতিল হলো ইসলামী আন্দোলন প্রার্থীর

🕙 প্রকাশিত : ৪ জানুয়ারি, ২০২৬ । ৮:৪৭ পূর্বাহ্ণ

ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে বিদ্যুৎ বিল বকেয়া রাখার কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা নুরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী অন্তরা সেলিমা হুদার প্রার্থিতা বাতিল করা হয়।

শনিবার (৩ জানুয়ারি) সকালে রিটার্নিং অফিসার ও ঢাকা জেলা প্রশাসক ৭ প্রার্থীর মধ্যে যাচাই-বাছাইয়ে মনোনয়ন বাতিল করেছেন দুই প্রার্থীর। তবে বিএনপি, জামায়াতে ইসলামীসহ ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
রিটার্নিং অফিসার কার্যালয় সূত্র জানায়, শনিবার সকাল ১০টায় ঢাকা জেলা প্রশাসক ও ঢাকা-১ আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে নুরুল ইসলাম ও অন্তরা সেলিমা হুদার প্রার্থিতা বাতিল করা হয়। ১ মাসের বিদ্যুৎ বিল বকেয়ার কারণে নুরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল হয়। এছাড়া স্বতন্ত্র প্রার্থী সেলিমা হুদা জামিনদার হিসেবে ঋণখেলাপি ও ১ শতাংশ ভোটারের স্বাক্ষর ঠিক না থাকায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
এছাড়া যাদের মনোনয়ন বৈধ হয়েছে তারা হলেন- বিএনপির খন্দকার আবু আশফাক, জামায়াতের মোহাম্মদ নজরুল ইসলাম, খেলাফত মজলিসের ফরহাদ হোসেন, লেবার পার্টির মো. আলী, জাতীয় পার্টির নাসির উদ্দিন মোল্লা।
এ বিষয়ে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী মাওলানা নুরুল ইসলাম জানান, তিনি বিদ্যুৎ বিল পরিশোধ করেছেন; কিন্তু ব্যাংক চালান ছিল না। প্রার্থিতা ফিরে পেতে তিনি আপিল করবেন।
স্বতন্ত্র প্রার্থী অন্তরা সেলিমা হুদাকে তার মোবাইলে একাধিকবার চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে তার ফেসবুক পেজে আপিল করার বিষয়টি নিশ্চিত করে লেখেছেন- আমার প্রিয় দোহার ও নবাবগঞ্জবাসী শ্রদ্ধেয় শুভাকাঙ্ক্ষীগণ, আমার পরিবারের সব সদস্যবৃন্দ, বন্ধুগণ, সবাইকে জানাই আমার সালাম ও নতুন বছরের শুভেচ্ছা!
ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের বলতে হচ্ছে যে, আমার মনোনয়ন বাতিল করা হয়েছে। আপিল করার সুযোগ আছে এবং করছি, ইনশাআল্লাহ। আপনাদের সবার কাছে আমি দোয়া প্রার্থী, আমাকে আপনাদের দোয়ায় রাখবেন, নিশ্চয়ই রাব্বুল আলামিন যা ভালো তাই করবেন।

সূত্র:ইত্তফোক

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ