বৃহস্পতিবার

১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বাবুগঞ্জে বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

🕙 প্রকাশিত : ১৪ জানুয়ারি, ২০২৬ । ৭:৩৯ পূর্বাহ্ণ

অপারেশন ‘ডেভিল হান্ট ফেজ-২’-এর অংশ হিসেবে নাশকতার অভিযোগে দায়ের করা বিস্ফোরক মামলায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) তাকে তার নিজ বাসভবন থেকে আটক করে বাবুগঞ্জ থানা হেফাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত মো. মশিউর রহমান বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৫টায় বরিশালের বাসভবন থেকে চেয়ারম্যানকে আটক করা হয়। সন্ধ্যা ৭টায় বাবুগঞ্জ থানায় হস্তান্তর করলে তাকে একটি বিস্ফোরক মামলায় আটক দেখানো হয়।
পুলিশ জানায়, গত বছরের ২১ নভেম্বর দেহেরগতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেমায়েত বাবুগঞ্জ থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় মোঃ মশিউর রহমান এজাহারভুক্ত আসামি হিসেবে নাটক দেখানো হয়েছে।
এ বিষয়ে বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ এহতেশামুল ইসলাম বলেন, ঘটনার সত্যতা রয়েছে। আটককৃত মো. মশিউর রহমানকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
সূত্র:ইত্তেফাক

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ