মঙ্গলবার

২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বাউল শিল্পী আবুল সরকারের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

‎মানিকগঞ্জের হরিরামপুরে বিতর্কিত বাউল শিল্পী আবুল সরকারের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
‎২৩ নভেম্বর (রোববার) সকাল ১১টার দিকে উপজেলা চত্বরের সামনে তাওহিদী জনতার আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
‎‎অনুষ্ঠানে উপজেলার দরিকান্দি সারওয়ার হোসেন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রধান শিক্ষক মাওলানা মুফতি রমজান আলী রাফিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, লেছড়াগঞ্জ বাজার জামে মসজিদের পেশ ইমাম মসজআলহাজ্ব হাফেজ মাওলানা আলী আজম,  উপজেলা তাবলিগ জামায়াতের আমীর মাওলানা নিজাম উদ্দিন, সাটি নওদা তালিমূল কোরআন মাদ্রাসার পরিচালক মাওলানা মুফতি নাসির উদ্দীন, পাটগ্রাম মসজিদের ইমাম হাফেজ আব্দুল আউয়াল প্রমুখ।
‎আজকের আয়োজনে ‎তাওহিদী জনতার সমন্বয়ক শামীম হোসেন টিটু সন্ঞ্চালনায় বক্তৃতারা বলেন, মহান সৃষ্টিকর্তা আল্লাহপাক রব্বুল আলামীনের নামে অশিক্ষিত গানের বয়াতি যে কটূক্তি করে কথা বলেছে এ জন্য তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আমরা এই আবুল সরকসরের ফাঁসির দাবি করছি।  তিনি দীর্ঘদিন ধরেই দেশের বিভিন্ন স্থানে  বরাবরই গানের মঞ্চে হাদিস কোরআনের অপব্যাখ্যা দিয়ে মানুষকে ভুলভাল বুঝিয়ে আসছে এবং ইসলামের ভাবমূর্তি নষ্ট করছে। দেশের তাওহিদী জনগণ আর এসবকে প্রশ্রয় দিবে না। ইসলামকে অক্ষুণ্ণ রাখতে এদেরকে দাঁতভাঙা জবাব দেয়া হবে।
‎বক্তরা আরো বলেন, এই হরিরামপুর থেকে তাওহিদী জনতার পক্ষ হতে আমরা তাকে বয়কট করছি। আগামীতে এই উপজেলার যেকোনো গানের মঞ্চে তাকে পেলে তাওহিদী জনতা ছাড় দিবে না। চরমভাবে প্রতিহত করা হবে। এখানে কোনো গানের মঞ্চে আর তাকে উঠতে দেয়া হবে না।
‎আমরা প্রধান উপদেষ্টার কাছে দাবি করছি, এই ভণ্ড আবুল সরকার যেন আইনের ফাঁকফোকর দিয়ে বের হতে না। আমরা তার ফাঁসির দাবি জানাচ্ছি।
‎‎মানববন্ধন শেষে উপজেলা চত্বরে একটি মিছিল বের করা হয়। তাওহিদী জনতাসহ অন্যান্য শ্রেণীপেশার জনগণও উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ