বৃহস্পতিবার

১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

দুই আনসার সদস্যের বিরুদ্ধে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এক নারীকে ধর্ষণের অভিযোগ

🕙 প্রকাশিত : ১২ জানুয়ারি, ২০২৬ । ১১:৩২ পূর্বাহ্ণ

মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে হাপাতালে দায়িত্বরত দুই আনসার সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত দুই আনসার সদস্যকে আটক করে আইনের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম।
তিনি বলেন, ‘এক ব্যক্তি তাঁর স্ত্রীকে নিয়ে নারায়নগঞ্জ থেকে রওয়ানা হয়ে নিজস্ব চার্জিং ভ্যানে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা এলাকায় নানা বাড়িতে যাচ্ছিলেন । তাঁরা রবিবার দিবাগত রাত দুইটার দিকে মানিকগঞ্জ বাসষ্ট্যান্ড এলাকায় আসামাত্র ভ্যান গাড়ির চার্জ শেষ হয়ে যায়। তাঁরা তাঁদের নিরাপত্তার জন্য মানিকগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে গিয়ে অবস্থান নেন।
তখন হাসপাতালের প্রধান ফটকে দায়িত্বরত আনসার সদস্য শাহাদাৎ হোসেন এবং আবু সাঈদ তাঁদের সহযোগিতা করার আশ্বাস দিয়ে হাসপাতালের ভেতরে নিয়ে যায়। এরপর হাসপাতালের ১০তলা ভবনের নীচ তলায় স্বামীকে রেখে ওই নারীকে ওই ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যায়। এরপর আনসার সদস্যরা ওই নারীকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। পরে ভুক্তভোগী নারী নীচতলায় নেমে তাঁর স্বামীকে বিষয়টি জানায়। এরপর তাঁরা মানিকগঞ্জ থানায় গিয়ে অভিযোগ করেন।
অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দায়িত্বরত সকল আনসার সদস্যকে থানায় ডেকে আনলে ভুক্তভোগী নারী অভিযুক্ত দুই আনসার সদস্যকে সনাক্ত করলে তাদের আটক করা হয়। নারীর স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চলছে।’

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কার্যালয়ের কমান্ড্যান্ট কামরুজ্জামান বলেন, ‘ অভিযুক্ত দুই আনসার সদস্য পুলিশ হেফাজতে রয়েছে। তাদের বহিষ্কার করা হয়েছে। ঘটনা তদন্তে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শামীমা আক্তারকে প্রধান করে দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সংঘটিত অপরাধের দায় অভিযুক্তদের ব্যক্তিগত। তাদের দায় নেবেনা না বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

মানিকগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিন বলেন, ‘আনসার সদস্যদের ডেকে পুরো বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী চিকিৎসাধীন রয়েছেন।’

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ