” দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে,মানিকগঞ্জের ঘিওরে খামারিদের উদ্বুদ্ধ করতে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১ ঘটিকায় ঘিওর উপজেলা পরিষদ চত্বরে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় দিনব্যাপী এ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নাশিতা তুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্বতী পাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ তানভীর ইসলাম, উপজেলা প: প: কর্মকর্তা ডাঃ হাসিব আহসান, উপজেলা কৃষি কর্মকর্তা তহমিনা খাতুন, উপজেলা মৎস্য কর্মকর্তা তাহমিনা আক্তার তামান্না, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ফারহানা আক্তার, খামারি মোঃ মাসুদুর রহমান মাসুদ প্রমুখ।
এ প্রদর্শনী মেলায় প্রায় ২৫ টি স্টলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খামারিরা তাদের পালনকৃত উন্নত প্রজাতির গরু, ছাগল, হাঁস, মুরগি, দুম্বা, ঘুরা, কবুতরসহ বিভিন্ন প্রজাতির পশু—পাখি নিয়ে অংশগ্রহণ করেন। মেলা দেখতে সকাল থেকে সাধারণ মানুষ ভিড় করতে শুরু করে। অংশগ্রহণকারী খামারিদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এ প্রদর্শনী মেলার সমাপ্ত হয়।

