মানিকগঞ্জের ঘিওর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ৩০ ডিসেম্বর ) সকাল ১১টার দিকে ঘিওর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা- তুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানভীর ইসলাম, ঘিওর সরকারি কলেজের সহকারী অধ্যাপক শওকত আহমেদ, উপজেলা প্রকৌশলী মোঃ আলী, উপজেলা সমাজসেবা অফিসার জয় কৃষ্ণ সরকার, ঘিওর থানার এস আই চিন্ময় মন্ডল ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম,, কৃষি কর্মকর্তা তহমিনা খাতুন, ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ জাহিদ হাসান , উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের আহ্বায়ক মো: মেঝবা উদ্দিন খান, উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জান মানিক,,বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল আওয়াল খান , উপজেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট আব্দুল আলিম খান মনোয়ার, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা তুল ইসলামবলেন, মাদক, বাল্যবিয়ে, বিভিন্ন অভিযানসহ আইনশৃঙ্খলা রক্ষার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
ঘিওরে আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৭: ৪৯

