মঙ্গলবার

২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ঘিওর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ২৫ নভেম্বর )  সকাল ১১টার দিকে ঘিওর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা তুল ইসলামের  সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানভীর ইসলাম, ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া, উপজেলা প্রকৌশলী মো: শাহিনুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পার্বতী পাল,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম,  উপজেলা মৎস্য কর্মকর্তা তাহমিনা আক্তার  তামান্না, কৃষি কর্মকর্তা তহমিনা খাতুন, ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও বিপুল বালৌ,  উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের আহ্বায়ক মো: মেঝবা  উদ্দিন খান, উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জান মানিক,  সাধারণ সম্পাদক কাজী ওয়াজেদ আলী মিস্টার,বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল আওয়াল, বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু, উপজেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট আব্দুল আলিম খান মনোয়ার,  উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা তুল ইসলাম   বলেন, মাদক, বাল্যবিয়ে, বিভিন্ন অভিযানসহ  আইনশৃঙ্খলা রক্ষার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ