বুধবার

২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইসলামের নামে আমাদের ব্যবহার করতে চেয়েছিল: চরমোনাই পীর

🕙 প্রকাশিত : ২৮ জানুয়ারি, ২০২৬ । ৬:০৫ পূর্বাহ্ণ

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ইসলামের নামে আমাদের ব্যবহার করতে চেয়েছিল, বের হয়েছি দলবদ্ধভাবে ইসলামের কল্যাণে। জনগণ এখন সচেতন, তারা সত্য ও নীতির রাজনীতিকে সমর্থন দেবে। ইসলামী আন্দোলন ক্ষমতার রাজনীতি নয়, বরং আদর্শ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের রাজনীতি করে যাচ্ছে। আমাদের এ সিদ্ধান্ত সবাই সাধুবাদ জানিয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে টাঙ্গাইল-৫ (সদর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মানুষের অধিকার ও ইসলামী মূল্যবোধ রক্ষায় আপসহীনভাবে কাজ করে যাচ্ছে।
পথসভায় তিনি একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান এবং ইসলামী আন্দোলনের নীতি ও আদর্শ তুলে ধরে ভোটারদের প্রতি সমর্থন কামনা করেন।
তিনি বলেন, ৫৪ বছরে দেশ পরিচালনা আমরা দেখেছি। মানুষের যে চাওয়া পাওয়া ছিল, বাস্তবে তাদের পরিচালায় এদেশে সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠা পাইনি। বরং আমাদের দেশ অন্যান্য দেশের থেকে পিছিয়ে রয়েছে। আমাদের দেশের পরে স্বাধীন হওয়ার পরও অনেক দিক থেকে তাদের দেশ উন্নত হয়েছে। কিন্ত আমাদের দেশ চোরের দিক থেকে প্রথম হয়েছে। দুর্নীতির দিক থেকে প্রথম হয়েছে।
মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, দেশকে যদি সুন্দর করতে হয়, ইসলামের শক্তি যদি উত্থান করতে হয় এবং মানবতার কল্যাণ যদি নিশ্চিত করতে হয় তাহলে হাতপাখার প্রতীকের বিকল্প কোনো মার্কা নেই। অনেক যুবকরা বলছেন আমাদের ভোট দেবে। বাংলাদেশের মধ্যে একটাই ইসলামের বাক্স যেটি হলো ইসলামী আন্দোলনের বাংলাদেশের বাক্স হাতপাখা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল-৫(সদর) আসনে ইসলামী আন্দোলনের সংসদ সদস্য খন্দকার জাকির হোসেন সবুজ। এ সময় দলের অন্যন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সূত্র:ইত্তেফাক

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ