সাইকেলের মাধ্যমে বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমন

শাহারিয়ার খান অন্তর
আপডেটঃ ৫ নভেম্বর, ২০২২ | ১২:১৬
শাহারিয়ার খান অন্তর
আপডেটঃ ৫ নভেম্বর, ২০২২ | ১২:১৬
Link Copied!

“গাছ লাগান পরিবেশ রক্ষা করুন, অসহায় মানুষের পাশে থাকুন” স্লোগানকে সামনে রেখে সাইকেলের মাধ্যমে বাংলাদেশের ৬৪ জেলায় ভ্রমন করে নতুন মাইলফলক তৈরি করতে যাচ্ছেন ফেনীর বিশ্বজিৎ দাস।

বাংলাদেশের ৬৪ জেলার মানুষের কাছে গাছ লাগানোর গুরুত্ব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান নিয়ে তিনি সাইকেল নিয়ে ছুটে চলেছেন মাইলের পর মাইল।

বিশ্বজিৎ বলেন গাছ লাগানোর প্রয়োজনীয়তা অপরিসীম। সমসাময়িক বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে জলবায়ু পরিবর্তন হচ্ছে। যার ফলে বিভিন্ন প্রকার প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হচ্ছে। যা আমাদের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। আর এসব নিরসনে গাছ লাগানোর বিকল্প নেই। অন্যদিকে আমাদের সমাজের বঞ্চিত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর বার্তা সবার কাছে পৌঁছে দেয়ার জন্য এটি আমার একটি প্রচেষ্টা।

বিজ্ঞাপন

এ পর্যন্ত তিনি ৯টি জেলা ভ্রমণ করেছেন। তিনি আরও বলেন তার এ কার্যক্রম চলতে থাকবে এবং সে তার এই কার্যক্রমের মাধ্যমে ভিন্নধর্মী এক মাইলফলক সৃষ্টি করছেন।

বিশ্বজিৎ ফেনীর মাষ্টারপাড়ার রতন কুমার দাসের ছেলে। তিনি ফেনীর বিজবেন হাই স্কুল থেকে চলতি বছরের অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন