ধামরাইয়ে সাপের কামড়ে নারীর মৃত্যু, আতঙ্কে এলাকাবাসী

মোঃ নাজমুল হাসান, ধামরাই ( ঢাকা) প্রতিনিধি
আপডেটঃ ২০ জুন, ২০২৪ | ৩:১২
মোঃ নাজমুল হাসান, ধামরাই ( ঢাকা) প্রতিনিধি
আপডেটঃ ২০ জুন, ২০২৪ | ৩:১২
Link Copied!

ঢাকার ধামরাইয়ের আমতা ইউনিয়নের আগজেঠাই কাঁচা রাজাপুর গ্রামের তহিরন নেছা (৬৫) নামে এক নারী সাপের কামড়ে মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে আমতা ইউনিয়নের চেয়ারম্যান আরিফ হোসেন জানিয়েছেন, সাপটি রাসেল ভাইপার কিনা তা আমরা সঠিক জানতে পারি নাই। তবে পাশের সাটুরিয়ার এলাকায় ও ধামরাইয়ের জালসা এলাকায় রাসেল ভাইপারে দেখা পাওয়ার খরব পাওয়া গেছে।

সাপের কামড়ে মারা যাওয়ার বিষয়টি নিয়ে এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, সারা দেশের মধ্যে কয়েকটি জেলায় অতি বিষধর সাপ রাসেল ভাইপারের বিস্তার ছড়িয়ে পড়েছে। এসব জেলাগুলোর মধ্যে ঢাকার ধামরাইয়ের সীমান্তবর্তী মানিকগজ্ঞের জেলা রয়েছে। এ জেলার সাটুরিয়ায় রাসেল ভাইপারের দেখা মিলেছে বলে খবর ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

এতে সচেতন হতে থাকে পাশের ধামরাইবাসী। কিন্তু বৃহস্পতিবার ভোরে আমতা ইউনিয়নের আগজেঠাইল কাচা রাজাপুর গ্রামের মৃত মজিবর রহমানের স্ত্রী তহিরন নেছাকে বাড়ির পাশ থেকে সাপে কামড় দেয়। এতে সে অসুস্থ হয়ে পড়লে এলাকাবাসী দ্রুত তাকে নিয়ে পাশের সাটুরিয়া সদর হাসপাতালে রওনা দেন। এতে রাস্তায় তার মৃত্যু হয়।

এলাকার সচেতন ব্যাক্তিরা জানান, রাসেল ভাইপার সাপ আতঙ্ক সারা দেশেই প্রায় ছড়িয়ে পড়েছে। আমরাও তার বাইরে নই। তাই তা দ্রুত প্রতিহত করতে সরকারি ভাবে পদক্ষেপ নেয়া জরুরি। সকল উপজেলা স্বস্থ্য কমপ্লেক্রো সাপের কামড়ের রোগীদের এন্টিভেনম রাখার অতি প্রয়োজন বলে জানান তারা।

বিজ্ঞাপন

ট্যাগ: