বদরুলের নিঃশর্ত মুক্তি ও ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মোঃ নাজমুল হাসান, ধামরাই (ঢাকা)
আপডেটঃ ৮ জুন, ২০২৪ | ৬:৩১
মোঃ নাজমুল হাসান, ধামরাই (ঢাকা)
আপডেটঃ ৮ জুন, ২০২৪ | ৬:৩১
Link Copied!

ঢাকার ধামরাইয়ে অবৈধ আবাসন প্রকল্প আকসির নগর কর্তৃপক্ষের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও কৃষক নেতা বদরুল সরদারের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শনিবার (০৮ মে) সকাল দশটায় ধামরাই প্রেসক্লাবের সামনে ঢাকা আরিচা মহাসড়কে উপজেলার কুল্লা ইউনিয়নের কৃষকদের উদ্যোগে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, অবৈধ আকসির নগর আবাসন প্রকল্প কর্তৃপক্ষ জোরপূর্বক কৃষকদের জমি দখল করে মাটি ভরাট করতে চাইলে কৃষকদের পক্ষে অবস্থান নিয়ে অন্যায়ের প্রতিবাদ করে বদরুল সরদার। একারণে তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করে। এ মামলায় বদরুল এখন জেলহাজতে রয়েছে। অসহায় কৃষকদের পক্ষ নেয়ায় আবাসন কর্তৃপক্ষ যে মামলা দিয়েছে তা অবিলম্বে প্রত্যাহার ও তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।

বিজ্ঞাপন

বক্তারা আরোও বলেন, এর আগে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ওই প্রকল্পের সকল সাইনবোর্ড ধ্বংস করে দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার কৃষকদের জমি পুনুরুদ্ধার করে আকসির নগরের অবৈধ কার্যক্রম বন্ধ করে দেয়। কিন্তু তারা কিছুদিন পরপরই হামলা মামলা করে কৃষকদের উপর জুলুম চালায়। আমরা এই জুলুমের বিচার চাই।

ধামরাই উপজেলার সর্বস্তরের জনগণ এই মানববন্ধনে উপস্থিত ছিলেন।

 

বিজ্ঞাপন

ট্যাগ: