দৌলতপুরে চাঞ্চল্যকর ফনি হত্যা মামলার আসামী গ্রেপ্তার করেছে র‌্যাব

শফিকুল ইসলাম সুমন, মানিকগঞ্জ
আপডেটঃ ১২ জানুয়ারি, ২০২৪ | ২:৫৪
শফিকুল ইসলাম সুমন, মানিকগঞ্জ
আপডেটঃ ১২ জানুয়ারি, ২০২৪ | ২:৫৪
Link Copied!

মানিকগঞ্জ জেলার দৌলতপুরের আব্দুর রহমান ফনি হত্যা মামলার আসামী চান মিয়াকে (৫০) গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার রাতে র‌্যাব-৪ সিপিসি-৩ এর লেফটেন্যান্ট কমান্ডার মো: আরিফ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে চান মিয়াকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ।

গ্রেপ্তার চান মিয়া (৫০) জেলার দৌলতপুর উপজেলার বিলকালিদহ গ্রামের মৃত ফজর আলীর ছেলে।

বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, নিহত ফনি ও চান মিয়া একই গ্রামের বাসিন্দা। গত ২৯ ডিসেম্বর বিকেলে ফনি তার স্ত্রী সাহেরা বেগমকে সাথে নিয়ে নিজ জমিতে ঘাস কাটছিলেন। ওই জমির পাশেই ছিল চান মিয়ার জমি। ঘাসকাটা নিয়ে ফনির সাথে চান মিয়ার ঝগড়া হয়। একপর্যায়ে চান মিয়া ফনিকে মারপিট করে। এতে ফনি ঘটনাস্থলেই অচেতন হয়ে যায়। পরে তার স্ত্রী ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কলিয়া বাজারের এক গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে গেলে ওই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এঘটনায় নিহতের বড় ছেলে সবুজ মিয়া (৩৫) দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে র‌্যাব গত বৃহস্পতিবার বিকেলে ঢাকা জেলার সাভার উপজেলার যাদুরচর এলাকা থেকে অভিযান চালিয়ে চানমিয়াকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার চান মিয়াকে যথাযথ আইনী  প্রক্রিয়ায় সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

বিজ্ঞাপন

# 01712456545

ট্যাগ: