মিরপুরে দ্বিতীয় দিনের অনুশীলন শেষ করলেন সাকিব

দৈনিক টেলিগ্রাম ডেস্ক
আপডেটঃ ২৬ অক্টোবর, ২০২৩ | ২:০৬
দৈনিক টেলিগ্রাম ডেস্ক
আপডেটঃ ২৬ অক্টোবর, ২০২৩ | ২:০৬
Link Copied!

মিরপুরে তিন ঘণ্টার বেশি ব্যাটিং অনুশীলন শেষ করেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বকাপের মঞ্চে নিজের বাজে ফর্ম কাটাতে গতকাল হটাৎই দেশে ফিরে আসেন বিশ্বসেরা অলরাউন্ডার। নিজের শ্বৈশবের গুরু নাজমুল আবেদিন ফাহিমের কাছে ব্যাটিং পরামর্শ নেন সাকিব।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে দ্বিতীয় দিনের মতো ব্যাটিং অনুশীলন করেন অধিনায়ক সাকিব। সকাল ৯টা ৭ মিনিটে ব্যাটিং শুরু করার পর বেলা ১টার সময় শেষ করেন টাইগার দলপতি।

২০১৯ বিশ্বকাপে দুর্দান্ত সব ইনিংস খেলেন সাকিব। সেই আসরে ৬০৬ রান আসে বিশ্বসেরার ব্যাট থেকে। তবে চলতি আসরে বলার মতো কোনা ইনিংস খেলতে পারেননি টাইগার অধিনায়ক। ৪ ইনিংস থেকে মাত্র ৫৬ রান করেন সাকিব। আর তাইতো রানে ফিরতে শরণাপন্ন হন শৈশবের গুরু নাজমুল আবেদিন ফাহিমের কাছে। সকাল ৯টা ৭ মিনিটে মিরপুরের ইন্ডোর সেন্টারে প্রবেশ করেন সাকিব। সেখানে নাজমুল আবেদীন ফাহিমের পরামর্শে তিন ঘণ্টা ব্যাটিং অনুশীলন শেষে বেলা ১টার দিকে মাঠ ছাড়েন বাংলাদেশ অধিনায়ক।

বিজ্ঞাপন

কোচ ফাহিম দুপুর ১২ টার সময় ইন্ডোর থেকে বেরিয়ে যান। এসময় সংবাদমাধ্যম কর্মীরা তাকে ঘিরে ধরার চেষ্টা করেন। তবে কোনো কথা বলার সুযোগ দেননি এ কোচ। সাকিবও সংবাদমাধ্যমে কোনো কথা বলেননি। গতকাল এবং আজ মিলিয়ে দুটি ব্যাটিং সেশন পার করেছেন বাংলাদেশ অধিনায়ক।

 

বিজ্ঞাপন

ট্যাগ: