ভোরে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ অক্টোবর, ২০২৩ | ৮:১২
ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ অক্টোবর, ২০২৩ | ৮:১২
Link Copied!

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে আগামীকাল ভোরে মাঠে নামছে শক্তিশালী আর্জেন্টিনা ও ব্রাজিল। বুয়েন্স আয়ার্সের এস্তাদিও মনুমেন্টাল স্টেডিয়ামে প্যারাগুয়ের বিপক্ষে খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। আর পান্তানাল অ্যারেনায় প্রতিপক্ষ ভেনিজুয়েলাকে আথিতেয়তা দেবে প্রতিযোগিতার পাঁচবারের শিরোপাধারী ব্রাজিল।

২০২৬ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশ সময় ভোর ৫টায় মাঠে নামছে আলবিসেলেস্তেরা। আর সকাল সাগে ৬টায় শুরু হবে ব্রাজিল-ভেনিজুয়েলা ম্যাচ।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে আর্জেন্টিনার হয়ে খেলতে আগেই দলের সঙ্গে যোগ দিয়েছেন মেসি। অনুশীলনও শুরু করেছেন। চোট কাটিয়ে এরই মধ্যে ইন্টার মায়ামির হয়ে মাঠেও ফিরেছেন লিওনেল মেসি। তবুও তাকে নিয়ে বিশ্বকাপ বাছাইয়ে প্যারাগুয়ের বিপক্ষে এই তারকাকে পাওয়া নিয়ে জেগেছে অনিশ্চয়তা। পেশির চোটে অনেক দিন ভুগেছেন মেসি। মায়ামির হয়ে সর্বশেষ ৭ ম্যাচের পাঁচটিই খেলতে পারেননি ‘লা পুলগা’। সবশেষ এমএলএসে সিনসিনাটির বিপক্ষে ৩৫ মিনিট খেলেন মেসি।

বিজ্ঞাপন

বিশ্বকাপ বাছাইপর্বে ভোরে আরেক ম্যাচে ব্রাজিলের হয়ে মাঠে ফিরছেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র। কন্যা সন্তানের বাবা হওয়া নেইমার জুনিয়রও মাঠে ফিরতে যাচ্ছেন। ভেনিজুয়েলার বিপক্ষে দুই সেলেসাও তারকার ভয়ংকর জুটিকে মাঠে দাপিয়ে বেড়ানো দেখতে রোমাঞ্চিত বলে জানান ব্রাজিলের কোচ ফার্নান্দো দিনিজ।

ট্যাগ: