যেভাবে হাফেজ হলেন ইংলিশ মিডিয়ামের ৩৮ শিক্ষার্থী

অনলাইন ডেস্ক
আপডেটঃ ২৬ ডিসেম্বর, ২০২১ | ১০:০৫
অনলাইন ডেস্ক
আপডেটঃ ২৬ ডিসেম্বর, ২০২১ | ১০:০৫
Link Copied!

পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করেছেন রাজধানীর একটি ইংলিশ মিডিয়াম স্কুলের ৩৮ জন শিক্ষার্থী।

করোনা মহামারির সুযোগ কাজে লাগিয়ে গত দুই বছরে তাদের অধিকাংশ ৩০ পারা কুরআন মুখস্ত করেছেন বলে জানা গেছে।

রাজধানীর লালমাটিয়ার ওয়েটন ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, স্কুলের শিক্ষকদের সার্বিক তত্ত্বাবধানে এসব শিক্ষার্থী কুরআনের হাফেজ হয়েছেন। এদের মধ্যে ২৮ জন ছেলে এবং ১০ জন মেয়ে শিক্ষার্থী।

বিজ্ঞাপন

মূলত ক্যামব্রিজ পাঠক্রম অনুকরণে স্কুলটিতে আরবি ভাষা ও ইসলাম শিক্ষা সব ক্লাসের আবশ্যিক বিষয়ের অন্তর্ভুক্ত। নিয়মিত ক্লাসের পাশাপাশি আগ্রহী শিক্ষার্থীদের জন্য কুরআন হিফজের ব্যবস্থা করেছে প্রতিষ্ঠানটি।

ওয়েটন ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক আবদুল্লাহ জামান জানিয়েছেন, ক্লাসের স্বাভাবিক পড়াশোনা নিশ্চিত করে এর পাশাপাশি কুরআন হিফজের এই উদ্যোগ নেওয়া হয়। প্রতিদিন ফজর নামাজের পর দুই ঘণ্টা এবং বার্ষিক বিভিন্ন ছুটির সময়কে কাজে লাগিয়েই কুরআন হিফজ শেষ করেছে এসব শিক্ষার্থী।

তিনি আরও বলেন, আগ্রহী শিক্ষার্থীদের জন্য সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত কুরআন শিক্ষার ক্লাস চালু করি। নির্দিষ্ট সময় পর এই ক্লাসের হিফজে আগ্রহীদের জন্য হিফজ কোর্স চালু করা হয়। সাধারণত প্রতিদিন সকালে দুই ঘণ্টা, রমজান মাস ও শীতকালীন ছুটির সময়ে এই কোর্সের শিক্ষার্থীরা বেশি সময় হিফজে ব্যয় করে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

ট্যাগ: