টিসিবি ডাল ও চিনির দাম কেজিতে ৫ টাকা বাড়াল

১৪ ডিসেম্বর, ২০২২ | ৩:১৭ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক টেলিগ্রাম

সরকার সারা দেশে কার্ডের মাধ্যমে এক কোটি পরিবারের কাছে বিক্রি করা ডাল ও চিনির দাম কেজিতে ৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ভর্তুকি মূল্যে এসব পণ্য বিক্রি করা হয়। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সরকারি সংস্থা টিসিবি তথ্য জানিয়েছে। আজ বুধবার ডিসেম্বর মাসের পণ্য বিক্রি কার্যক্রম শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই নতুন দাম কার্যকর হবে। সে অনুযায়ী প্রতি কেজি চিনি ৫৫ টাকার পরিবর্তে ৬০ টাকা ডাল ৬৫ টাকার পরিবর্তে ৭০ টাকায় বিক্রি হবে। তবে সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১১০ টাকায় অপরিবর্তিত রেখেছে টিসিবি। টিসিবি জানায়, দেশের সব মেট্রোপলিটন শহর, জেলা উপজেলায় কার্ডধারী এক কোটি পরিবার এসব পণ্য পাবে। সময় সিটি করপোরেশন, জেলা উপজেলা প্রশাসন সার্বিক সহযোগিতা করবে। নির্ধারিত তারিখ সময় অনুযায়ী পরিবেশকের দোকান বা নির্ধারিত স্থায়ী দোকান থেকে এসব পণ্য বিক্রির কার্যক্রম পরিচালিত হবেএদিকে টিসিবির গতকালের বাজারদরের তালিকায় দেখা গেছে, বাজারে প্রতি কেজি বড় দানার মসুর ডাল বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকায়। মাঝারি দানার মসুর ডালের দর এখন ১২৫ থেকে ১৩০ টাকা। ছোট দানার মসুর ডালের দাম রাখা হচ্ছে প্রতি কেজি ১৩৫ থেকে ১৪০ টাকা। আর প্রতি কেজি চিনির দাম পড়ছে ১১০ থেকে ১১৫ টাকা। তবে এসব পণ্যের দাম টিসিবি থেকে বাজারমূল্য আরও একটু বাড়তি থাকেটিসিবির হিসাব অনুযায়ী, গত এক বছরে বড়, মাঝারি ছোট দানার ডালের দাম বেড়েছে যথাক্রমে ২০, ৩১ ৩১ শতাংশ। আর চিনির দাম বেড়েছে ৪৫ শতাংশ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকে দেশে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা দেখা দেয়। তাতে দফায় দফায় বেড়েছে চাল, ডাল, চিনি, সয়াবিনসহ সব ধরনের নিত্যপণ্যের দাম। এই পরিস্থিতিতে সরকার টিসিবির মাধ্যমে নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকি মূল্যে নিত্যপণ্য বিক্রির পরিধি বাড়িয়ে দেয়। ভর্তুকি মূল্যের এসব পণ্য অনেক ক্ষেত্রে বাজারদরের তুলনায় অর্ধেকের মতো হয়, যা কার্ডধারী পরিবারগুলোর মধ্যে বিক্রি করা হয়। তাতে নিম্ন আয়ের মানুষের সংসারে বাজার খরচের চাপ কিছুটা কমে। বাজারের চাপ এখনো কমেনি। অধিকাংশ নিত্যপণ্যের দামই বাড়তি। এর মধ্যেই টিসিবিও তাদের দুটি পণ্যের দাম বাড়াল, যা নিম্ন আয়ের মানুষের খরচ বাড়িয়ে দেবে। নভেম্বরের মাঝামাঝি সময়ে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি খোলাবাজারে বিক্রি বা ওএমএসের আটার দাম কেজিপ্রতি টাকা বাড়ানো হয়েছিল। এবার টিসিবি ডাল চিনির দাম বাড়িয়ে দিল।  টিসিবির কার্যক্রমে গত এক বছরে নানা ধরনের পরিবর্তন এসেছে। বিশেষ করে বিক্রি কার্যক্রমে শৃঙ্খলা ফেরাতে ট্রাকে করে পণ্য বিক্রি বন্ধ করে পরিবেশকের মাধ্যমে পণ্য দিচ্ছে সরকার। শেষমেশ অনিয়মের লাগাম টানতে সরকার সবার জন্য উন্মুক্ত এই কর্মসূচি এক কোটি পরিবারের মধ্যে সীমাবদ্ধ করে। তারপর সিদ্ধান্ত হয়, এই এক কোটি পরিবারকে কার্ডের মাধ্যমে নিত্যপণ্য দেওয়া হবে। ছাড়া এখন প্রতি মাসে অন্তত একবার নিত্যপণ্য বিক্রি করে সরকার