মানিকগঞ্জে জেলা প্রশাসনের পরিচয় বহন করে অর্থ দাবী, সতর্কতা অবলম্বনের আহবান

৮ নভেম্বর, ২০২২ | ৩:০৯ অপরাহ্ণ
খাব্বাব হোসেন ত্বহা , দৈনিক টেলিগ্রাম

মানিকগঞ্জে জেলা প্রশাসকের নাম পরিচয় বহন করে বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানের নিকট আর্থিক সুবিধা চাওয়া হয়েছে। শীতবস্ত্র বিতরণের কথা বলে কিছু অসাধু চক্র এই কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। আজ (৮ নভেম্বর) জেলা প্রশাসকের ফেইসবুক পেইজ থেকে এই সতর্কবার্তা প্রকাশ করা হয়। সতর্কবার্তায় দুইটি মুঠোফোন নম্বর ও বিস্তারিত উল্লেখ করা হয়েছে। জেলা প্রশাসকের ফেইসবুক পেইজ থেকে প্রকাশিত সতর্কবার্তা: এই মর্মে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জেলা প্রশাসক, মানিকগঞ্জ এঁর নাম, পরিচয় ব্যবহার করে গতকাল ০৭-১১-২০২২ তারিখ (০১৬০২২৬০২৫৭ নম্বর হতে) এবং অদ্য ০৮-১১-২০২২ তারিখ (০১৬০২২৬০২৭২ নম্বর হতে) বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে শীতবস্ত্র বিতরণের কথা বলে আর্থিক সুবিধা চাওয়া হয়েছে/হচ্ছে। সকলকে এই বিষয়ে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো। একইসাথে, এই ধরণের ফোনকল পেলে অনতিবিলম্বে জেলা প্রশাসক, মানিকগঞ্জ বরাবর তথ্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করা হলো।