তোমরাই আমার মানসিক শান্তির কারণ: প্রভা

২ জানুয়ারি, ২০২২ | ৯:১০ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক টেলিগ্রাম

২০২১ সাল শেষ হয়ে গেল। বছর শেষে অনেকেই সারা বছররের প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব মেলাতে বসেছেন। তারকারাও এর বাইরে নয়। ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাও সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে জানালেন কেমন কাটল তার গেল বছর। ইনস্টাগ্রামে ঘনিষ্ঠজনদের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করে প্রভা লিখেছেন, আমাকেব যারা শর্তহীনভাবে ভালোবাস তাদের ধন্যবাদ। তোমরাই আমার মানসিক শান্তির কারণ। তোমাদের সবার সঙ্গে দারুণ একটা বছর কাটল। ২০০৫ সালে মডেল হিসেবে যাত্রা শুরু করেন সাদিয়া জাহান প্রভা। পরে নাটকে অভিনেত্রী বেশ জনপ্রিয় হয়ে ওঠেন। তার ব্যক্তিজীবন নিয়েও ভক্তদের রয়েছে প্রবল আগ্রহ। বিশেষ করে প্রভার প্রেম-বিয়ে এসব নিয়ে যেন সবার কৌতূহলের সীমা নেই। ২০১০ সালের ১৯ আগস্ট অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে বিয়ে করেন প্রভা। পরের বছরের ফেব্রুয়ারিতে বিচ্ছেদ ঘটে তাদের। সম্প্রতি সংগীত অঙ্গনেও নিজের নাম লেখিয়েছেন প্রভা। মৌসুমী ভৌমিকের ‘আমি শুনেছি সেদিন তুমি’ গানটি কভার করে নিজের ইউটিউবে প্রকাশ করেছেন প্রভা। ভিডিওতে মডেল হয়েছেন প্রভা নিজেই। গানটির জন্য বেশ প্রশংসাও কুড়াচ্ছেন তিনি।