মানিকগঞ্জে ঘর আগুনে পুরে যাওয়ায় নতুন ঘর হস্তান্তর

২৩ ফেব্রুয়ারি, ২০২৪ | ৪:৪৫ অপরাহ্ণ
নিজেস্ব প্রতিবেদক , দৈনিক টেলিগ্রাম

মানিকগঞ্জে শতরুপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক নির্মিত বিনামূল্যে নতুন ঘর হস্তান্তর করা হয়েছে। আজ শুক্রবার সকালে শিবালয় উপজেলা ফলসাটিয়া রিকশা চালক আব্দুর রাজ্জাকের আগুনে পুড়ে যাওয়ায় নতুন ঘরটি হস্তান্তর করেন সংগঠনের নেতৃবৃন্দরা। এসময় উপস্থিত ছিলেন  শিবালয় উপজেলার মহাদেব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শাহজাহান, শতরুপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের যুগ্ম সাধারন সম্পাদক শফিকুল ইসলাম সেতু, মো: সারোয়ার আলম, রমজান আলী সহ অন্যান্যরা। শতরুপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ইতালি সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক  ইতালি প্রবাসী মোজাম্মেল হক মোল্লা বলেন, গত ১৫ দিন আগে স্থানীয় বন্ধু সারোয়ার আলমের মাধ্যমে জানতে পারি পারিবারিক কলহের জেরে রাজ্জাকের শোয়ার ঘর সহ চারটি ঘর আগুনে পুরিয়ে দেয়। পরে তার পরিবারের লোকজনদের সাথে কথা বলে এক সপ্তাহের মধ্যে নতুনভাবে নির্মিত একটি চার চালা ঘর তৈরি করে বিনামূল্যে আজ হস্তান্তর করা হলো।  এ ধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।