মানিকগঞ্জে হাজারী গুড়ের উৎপাদন বাড়াতে খেজুরের চারা বিতরণে বিভাগীয় কমিশনার

২ ফেব্রুয়ারি, ২০২৪ | ৬:২০ অপরাহ্ণ
শফিকুল ইসলাম সুমন , দৈনিক টেলিগ্রাম

মানিকগঞ্জে হাজারী গুড়ের উৎপাদন বাড়াতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে খেজুর গাছের চারা বিতরণ করেন ঢাকা বিভাগীয় কমিশনার মো: সাবিরুল ইসলাম।

আজ শুক্রবার সকালে হরিরামপুর উপজেলা চত্তরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক রেহেনা আকতারের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাহরিয়ার রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে পৌর মেয়র রমজান আলী, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) শুক্লা সরকার, অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) নুরজাহান লাবনী, উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। এসময় উপজেলার ২০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮ শতাধিক শিক্ষার্থীদের মাঝে এই খেজুর গাছের চারা বিতরণ করা হয়। পরে উপজেলার ঝিটকা সিকদার পাড়া হাজারী পোল্লীর উদ্ধোধন ও গাছিদের সাথে মতবিনিময় করেন বিভাগীয় কমিশনার। এসময় বিভাগীয় কমিশনার মো: সাবিরুল ইসলাম বলেন, হাজারী গুড়ের উৎপাদন বাড়াতে ৫ লাখ খেজুর গাছের চারা বিতরণ ও রোপন ও গাছিদের সুদমুক্ত ব্যাংক লোন সহ বিভিন্ন সুবিধা দেওয়া হবে।   [caption id="attachment_13226" align="aligncenter" width="790"]মানিকগঞ্জে হাজারী গুড়ের উৎপাদন বাড়াতে খেজুরের চারা বিতরণে বিভাগীয় কমিশনার মানিকগঞ্জে হাজারী গুড়ের উৎপাদন বাড়াতে খেজুরের চারা বিতরণে বিভাগীয় কমিশনার[/caption]   [caption id="attachment_13228" align="aligncenter" width="790"]মানিকগঞ্জে হাজারী গুড়ের উৎপাদন বাড়াতে খেজুরের চারা বিতরণে বিভাগীয় কমিশনার মানিকগঞ্জে হাজারী গুড়ের উৎপাদন বাড়াতে খেজুরের চারা বিতরণে বিভাগীয় কমিশনার[/caption]   [caption id="attachment_13230" align="aligncenter" width="790"] মানিকগঞ্জে হাজারী গুড়ের উৎপাদন বাড়াতে খেজুরের চারা বিতরণে বিভাগীয় কমিশনার[/caption]