এসিড দিয়ে ঝলসে সাবেক স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড (ভিডিও সহ)

১ ফেব্রুয়ারি, ২০২৪ | ৫:৩১ অপরাহ্ণ
শফিকুল ইসলাম সুমন, , দৈনিক টেলিগ্রাম

https://youtu.be/bzAVy8w3CqI এসিড মেরে সাবেক স্ত্রীকে হত্যার অপরাধে মানিকগঞ্জে নিহতের সাবেক স্বামী নাঈম মল্লিককে মৃত্যুদণ্ড একইসঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে আদেশ দিয়েছে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমদ্দার বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমদ্দার এ রায় ঘোষণা করেন। ফাঁসির রায় পাওয়া নাঈম মল্লিক মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলার মৃত নিজাম মল্লিকের ছেলে। এবং নিহত সাথী আক্তার (২০) সাটুরিয়ার ধানকোড়া ইউনিয়নের কাটাখালী ফেরাজীপাড়ার আব্দুস সাত্তারের মেয়ে।  

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি মথুর নাথ সরকার এবং আসাসি পক্ষের আইনজীবী মুহাম্মদ ইকবাল হোসেন। মামলার সংক্ষিপ্তি বিবরণী থেকে জানা যায় পারিবারিক কলহ ও যৌতুকের দাবিতে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে ২০২১ সালের ১০ সেপ্টেম্বর নাঈম মল্লিককে তালাক দেন সাথী আক্তার। এরপর তিনি সাটুরিয়ায় বাবার বাড়িতে থেকে ধামরাইয়ের একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন। মামলার অভিযোগ বলা হয়, বিচ্ছেদের কিছুদিন পর ২০২২ সালের ২৯শে জানুয়ারি  রাতে ঘরের জানালা দিয়ে ঘুমন্ত অবস্থায় সাথী আক্তারকে এসিড নিক্ষেপ করেন নাঈম। এতে সাথী আক্তারের হাত-মুখ ও শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে ওই রাতেই গুরুতর আহত অবস্থায় তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকার শেখ হাসিনা ন্যাশনাল ইন্সটিটিউট অব বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ১২ দিন চিকিৎসাধীন থাকার পর সাথীর মৃত্যু হয়। এ ঘটনায় নিহত সাথী আক্তারের মামা লাল মিয়া বাদী হয়ে ২০২২ সালের ১০ ফেব্রুয়ারি সাটুরিয়ায় থানায় এসিড অপরাধ দমন আইনে নাঈম মল্লিককে আসামী করে মামলা করে। পুলিশ নাঈমকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় এবং গত বছরের ১২ এপ্রিল আদালতে অভিযোগপত্র দেয়। মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি মথুর নাথ সরকার। তবে সন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানিয়েছে আসাসি পক্ষের আইনজীবী মুহাম্মদ ইকবাল হোসেন।   https://youtu.be/5eAGmyAXor8