জবি ছাত্রদলের মিছিল, সিইসির কুশপুত্তলিকায় আগুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ ডিসেম্বর, ২০২৩ | ৪:৪৪
ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ ডিসেম্বর, ২০২৩ | ৪:৪৪
Link Copied!

বিএনপির ডাকা সারা দেশে ১১ দফায় ৩৬ ঘণ্টা অবরোধ সফলে রাজধানীর ধুপখোলায় বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল ও প্রধান নির্বাচন কমিশনার- সিইসির কুশপুত্তলিকা দাহ করলে মিছিলে পুলিশ অতর্কিত হামলা চালায় বলে ছাত্রদলের নেতারা অভিযোগ করেন।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (১৩ ডিসেম্বর) সকালে জবি ছাত্রদল সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে বিক্ষোভ মিছিল শেষে সিইসির কুশপুত্তলিকা দাহ করে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মাহমুদ আলম সরদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক- মোছাব্বির মিল্লাত পাটোয়ারী, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রুমি, দপ্তর সম্পাদক সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, আসিফ আল ইমরান, সমাজসেবা সম্পাদক রবিন মিয়া শাওন, সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান, স্বাস্থ্য সম্পাদক রায়হান হোসেন অপু, তথ্য ও গবেষণা সম্পাদক রবিউল ইসলাম শাওন, অর্থ বিষয় সম্পাদক মেহেদী হাসান বাপ্পী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মিরাজ, সহসাংগঠনিক সম্পাদক নাইমুর রহমান দুর্জয়, মামুন জামান, ফয়সাল, ইমন, মেহেদী, সহপ্রচার সম্পাদক মেহেদী হাসান, সদস্য আরাফাত, আতিক, রায়হান, আনোয়ার, তাজুল সহ অন্যান্য নেতারা।

বিজ্ঞাপন

 

ট্যাগ: