রাশিয়া সফরে যাচ্ছেন না মাহমুদ আব্বাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ নভেম্বর, ২০২৩ | ২:০৬
ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ নভেম্বর, ২০২৩ | ২:০৬
Link Copied!

ইসরায়েল ও হামাসের যুদ্ধের কারণে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস রাশিয়া সফর স্থগিত করেছেন। শুক্রবার (৩ নভেম্বর) এ তথ্য জানিয়েছে মস্কো। খবর এএফপির।

ইসরায়েল, ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও হামাস—তিন পক্ষের সঙ্গেই বেশ উষ্ণ সম্পর্ক রয়েছে রাশিয়ার। এর আগে বেশ কয়েকবার রাশিয়া জানিয়েছিল, আব্বাস মস্কো সফর করতে পারেন। তবে কোনোবারই এই সফরের তারিখ জানায়নি রুশ কর্তৃপক্ষ।

রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ শুক্রবার রাষ্ট্রীয় বার্তা সংস্থাকে বলেছেন, আগামী ১৫ নভেম্বর মাহমুদ আব্বাসের রাশিয়া সফরের কথা ছিল। তবে ফিলিস্তিনি পক্ষের অনুরোধে এই সফর স্থগিত করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ফিলিস্তিনি কর্মকর্তারা মস্কোকে অবহিত করেছেন যে এখন পরিস্থিতি বেশ জটিল। তাই আব্বাস এখন এ অঞ্চল ছেড়ে যেতে পারবেন না।

ট্যাগ: