এক কবরে আরেকজনকে করব দিতে কত খরচ

ফিচার ডেস্ক
আপডেটঃ ১ সেপ্টেম্বর, ২০২২ | ৬:২২
ফিচার ডেস্ক
আপডেটঃ ১ সেপ্টেম্বর, ২০২২ | ৬:২২
Link Copied!
রাজধানীর  ডিএনসিসির আওতাধীন কবরস্থানের একটি সাধারণ কবরে ১৮ থেকে ২০ মাস পর নতুন কাউকে কবর দেওয়া হয়। কবরের জন্য  নির্দিষ্ট পরিমাণে ফি দিতে হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)’র অন্তর্ভূক্ত কবরস্থানে পুনঃকবর দিতে হলে একটি নির্দিষ্ট পরিমাণ ফি দিতে হয়। জেনে নিন কোন কবরস্থানে কত টাকা ফি নির্ধারণ করা আছে।

>>রাজধানীর বনানী কবরস্থানের একটি কবরের ওপর আরেকটি কবর দিতে খরচ হয় পঞ্চাশ হাজার টাকা। 
>>মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে পুনঃকবর ফি ৩০ হাজার টাকা।
>>রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থান পুনঃকবর ফি ৩০ হাজার টাকা।
>>উত্তরা ১২ নং সেক্টর কবরস্থানে পুনঃকবর ফি ৩০ হাজার টাকা।
>>উত্তরা ১৪ নং সেক্টর কবরস্থানে পুনঃকবর ফি ৩০ হাজার টাকা।

উত্তর সিটি করপোরেশনের আওতাধীন কবরস্থানগুলোতে ২৫ বছরের জন্য কবর সংরক্ষণ করতে চাইলে গুনতে হবে ১১ থেকে ১৫ লাখ টাকা। তবে, বনানী কবরস্থানে ২৫ বছর কবর সংরক্ষণ করতে চাইলে ১৫ লাখ টাকা এবং ১৫ বছর কবর সংরক্ষণ করতে চাইলে ৮ লাখ টাকা পরিশোধ করতে হবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, চলতি বছরের ৮ আগস্ট ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২য় পরিষদের ১৪তম করপোরেশন সভায় আলোচ্যসূচি-১০ এর সিদ্ধান্ত অনুসারে ডিএনসিসির নিয়ন্ত্রণাধীন কবরস্থানসমূহে বিদ্যমান কবরের উপর পুনঃকবর ফি নির্ধারণ করা হয়।

বিজ্ঞাপন