হরিরামপুরে চোলাই মদসহ গ্রেফতার ১

হরিরামপুর প্রতিনিধি
আপডেটঃ ১৪ ডিসেম্বর, ২০২২ | ৭:০৭
হরিরামপুর প্রতিনিধি
আপডেটঃ ১৪ ডিসেম্বর, ২০২২ | ৭:০৭
Link Copied!

মানিকগঞ্জের হরিরামপুরে ১০ লিটার চোলাই মদ এবং ১৫ লিটার মদ তৈরির উপকরণসহ মো. লায়েছ উদ্দিন (২৭)  নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

 

শনিবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার বাল্লা ইউনিয়নের ঝিটকা মধ্যপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করে হরিরামপুর থানা পুলিশ। আটক লায়েছ উদ্দিন ঝিটকা মধ্যপাড়া গ্রামের সামছুল হকের ছেলে।

বিজ্ঞাপন

থানা সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত লায়েছ চোলাই মদ তৈরি ও বিক্রি করছে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলামের নির্দেশে গতকাল রাতে অভিযান চালায় পুলিশ। এতে করে বাড়ির পেছন থেকে মদ তৈরির উপকরণ এবং লায়েছের দাদির ঘর থেকে ১০ লিটার চোলাই মদ উদ্ধারসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

এ ঘটনায় একাধিক এলাকাবাসী দাবি করে বলেন, লায়েছ ও তার ভাই রাসেল দীর্ঘদিন ধরেই এ ব্যবসা করছে। রাত ১০ টার পর হতেই ওদের বাড়ির রাস্তায় বহিরাগত লোকের আনাগোনা দেখা যায়। ভয়ে এলাকার কেউ প্রতিবাদ করার সাহস পায় না।

এ ব্যাপারে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, “দীর্ঘদিন যাবত লায়েছ চোলাই মদ উৎপাদন ও বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে তাকে ১০ লিটার চোলাই মদ এবং ১৫ লিটার মদ তৈরির উপকরণসহ আটক করা হয়েছে। আজ তাকে আদালতে প্রেরণ করা হবে।”

বিজ্ঞাপন

ট্যাগ: