খরচ বাড়লেও ঋণের সীমা বাড়ায়নি অধিকাংশ ব্যাংক এখনো

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ সেপ্টেম্বর, ২০২২ | ১০:১৫
ডেস্ক নিউজ
আপডেটঃ ১ সেপ্টেম্বর, ২০২২ | ১০:১৫
Link Copied!

ব্যবসার খরচ বাড়লেও উদ্যোক্তাদের দেয়া ঋণের চলতি মূলধনের( ওয়ার্কিং ক্যাপিটাল) সীমা বাড়াচ্ছে না বেশিরভাগ বানিজ্যিক ব্যাংক । উদ্যোক্তাদের চাহিদা অনুযায়ী বাড়তি ঋণের চাহিদা থাকলেও তা দিতে অপরাগতা জানাচ্ছে তারা । সব মিলে ঋণের লিমিট না বাড়ার কারণে বিপাকে পড়েছেন ব্যবসায়ী উদ্যোক্তরা ।

দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তারা বলছেন, শিল্পের সাথে সম্পৃক্ত সকল ধরনের কাঁচামালের দাম বেড়েছে । জাহাজ ভাড়া বেড়েছে দ্বিগুন । অভ্যন্তরিন পরিবহন খরচও বেড়েছে একই হারে । বিদ্যুতের যোগান না থাকায় উদ্যোক্তাদের বাড়তি খরচের ডিজেল পুড়িয়ে উৎপাদন চালিয়ে রাখতে হচ্ছে । এ অবস্থায় ব্যাংকের চলতি মুলধনের সীমা বাড়ানো না হলে উৎপাদন চালিয়ে রাখা কঠিন হবে ।

বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই । সম্প্রতি সংগঠনের পক্ষ থেকে চলতি মূলধন ঋণ সীমা অন্তত ৪০ শতাংশ বাড়াতে বাংলাদেশ ব্যাংককে বিশেষ অনুরোধ জানিয়ে চিঠি দেয়া হয় । চিঠিতে এফবিসিসিআই জানায়, বিরাজমান কোভিড ও রাশিয়া- ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে কাঁচামালসহ অন্যান্য পণ্যের মূল্য ও জাহাজ ভাড়া প্রতিনিয়ত বাড়ছে । কাঁচামাল, শিপিং, যাবতীয় লেনদেন চার্জসহ অন্যান্য খরচ বাড়ার কারণে দেশের উৎপাদন ও ব্যবসা- বাণিজ্যের ওপর বিরূপ প্রভাব পড়েছে । এছাড়াও আমদানি করা পণ্যের দাম বাড়ার কারণে কর আপাতন বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যসহ সকল ধরনের পণ্যের দাম ক্রমাগতভাবে বাড়ছে । আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বাড়ার কারণে দেশের ব্যবসা- বাণিজ্য এবং অর্থনৈতিক কার্যক্রম পরিচালনায় ব্যাঘাত ঘটছে । সংগঠনটির মতে, কাঁচামালের দাম বাড়ার কারণে ব্যবসায়ীদের ঋণ সীমা উত্তীর্ণ হয়ে গেছে । ফলে আমদানিকারক ও রপ্তানিকারক উভয়ই স্বাভাবিক ব্যবসা- বাণিজ্য পরিচালনা করতে পারছেন না । এ পরিস্থিতি মোকাবিলায় মূলধন সীমা বাড়ানোর বিষয়ে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ চেয়েছে এফবিসিসিআই ।
এ বিষয়ে জানতে চাইলে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন এবিবি ’ র সাবেক চেয়ারম্যান মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান গতকাল ইত্তেফাককে বলেন, লিমিট যে বাড়াচ্ছে না এটি সব ব্যাংকের ক্ষেত্রে সঠিক নয় । কেউ বাড়াচ্ছে আবার কেউ বাড়াচ্ছে না । এটি দুটো কারণে হচ্ছে প্রথমত, যেসব ব্যাংকে পর্যাপ্ত মূলধন নেই বা নগদ টাকার সংকট রয়েছে তারা গ্রাহকের লিমিট বাড়াতে পারছে না । অর্থাৎ সব ব্যাংকের আর্থিক অবস্থা এক নয় । আরেকটি কারণ হলো- ডিবিএস( ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম) হয়ে যাওয়ার কারণে জটিলতা আরো বেড়েছে ।

বিজ্ঞাপন

ব্যাংকাররা বলছেন, কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনের স্বচ্ছতা ও যথার্থতা যাচাইয়ের জন্য দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের( আইসিএবি) উদ্যোগে ডিবিএস নামে ২০২০ সালে একটি সফটওয়্যার চালু করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর । যার মাধ্যমে এনবিআরের কর্মকর্তারা নিরীক্ষিত প্রতিবেদনের সত্যতা যাচাইয়ের পাশাপাশি জাল প্রতিবেদন শনাক্ত করতে পারে । ডিবিএস ব্যবহার করে আয়করের পাশাপাশি মূল্য সংযোজন করের( ভ্যাট) তথ্যও যাচাই করতে পারে ভ্যাট কর্মকর্তারা । অভিযোগ আছে, সহজে ব্যাংক ঋণ পেতে অনেক প্রতিষ্ঠান ভুয়া অডিট রিপোর্ট তৈরি করে মুনাফা বেশি দেখায় । এ ধরনের জালিয়াতির পথ বন্ধ হওয়ার কারণে অনেকে আবার ব্যাংক ঋণ লিমিট বাড়াতে পারছে না ।

ব্যবসায়ীদের মতে, সাম্প্রতিক বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে কাঁচামালসহ বিভিন্ন উপকরণের মূল্য বৃদ্ধি এবং পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয় বৃদ্ধি পাচ্ছে । ফলে ঋণগ্রহীতাদের অনুকূলে তফসিলি ব্যাংকগুলোর ইতোমধ্যে মঞ্জুরীকৃত চলতি মূলধন ঋণ সীমার সর্বোচ্চ ব্যবহার সত্ত্বেও চাহিদা মোতাবেক প্রয়োজনীয় কাঁচামালের মূল্য পরিশোধসহ উৎপাদন কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হচ্ছে না । ফলে উৎপাদন প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে । ফলশ্রুতিতে আমদানি- রপ্তানিসহ চলমান অর্থনৈতিক কর্মকান্ডের গতিশীলতা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে । যদিও ২০২২ সালের ২৭ এপ্রিলে চলতি মূলধন ঋণ সীমা বাড়ানোর নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক । ব্যাংকার- গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এ ঋণ সীমা বাড়ানোর কথা বলা হয় । কিন্তু এ নির্দেশনা বেশিরভাগ ব্যাংক মানছে না ।

এবিবির বর্তমান চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হুসাইন গতকাল ইত্তেফাককে বলেন, কোনো ব্যাংক লিমিট বাড়াচ্ছে বা বাড়াচ্ছে না সেটি ওই ব্যাংকের নিজস্ব ব্যাপার । তবে বাংলাদেশ ব্যাংক এ ক্ষেত্রে লিমিট বাড়ানোর সুযোগ দিয়েছে । বর্তমান পরিস্থিতিতে তার পরামর্শ সংশ্লিষ্ট ব্যাংকগুলোর উচিত হবে কোম্পানির আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ ও ব্যাংক গ্রাহক সম্পর্কের ওপর ভিত্তি করে নতুন উপযুক্ত লিমিট তৈরি করে দেয়া ।

বিজ্ঞাপন

টেক্সটাইল ও গার্মেন্টস খাতের উদ্যোক্তা এবং বিজিএমইএর সাবেক সহ- সভাপতি মাহমুদ হাসান খান বাবু অবশ্য বলেছেন, ঋনসীমা বাড়ানোর বিষয়টি নির্ভর করে ব্যাংক এবং গ্রাহক সম্পর্কের ভিত্তিতে । ব্যাংক যদি ঋনসীমা না বাড়ায় তাহলে ব্যবসায় টিকে থাকা কঠিন হয়ে পড়বে । তিনি বলেন, ঋনসীমা বাড়লে তা ব্যাংকেরও লাভ । বাড়তি ঋন থেকে ব্যাংক বাড়তি কমিশনও পায় । তবে তিনি বলেছেন, ব্যাংকগুলো যে ঋনসীমা একেবারে বাড়ায়নি তা নয় । অনেক গ্রাহক ইতিমধ্যে তাদের ঋনসীমা বাড়িয়ে নিয়েছেন । সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ব্যাংকগুলো সিদ্ধান্ত নেবে বলে তিনি আশা করেন ।

ট্যাগ: