সোমবার

২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা-১০ আসনের বিএনপির প্রার্থী মোবাশ্বরের মনোনয়ন বৈধ ঘোষণা

🕙 প্রকাশিত : ২৫ জানুয়ারি, ২০২৬ । ১২:১৩ অপরাহ্ণ

কুমিল্লা–১০ আসনে বিএনপি নেতা মোবাশ্বর আলম ভূঁইয়া প্রার্থিতা ফিরে পেয়েছেন। রোববার (২৫ জানুয়ারি) সকালে হাইকোর্টের বিচারপতি রাজিকাল জলিলের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ তাকে ঋণখেলাপি নন বলে ঘোষণা করে তার মনোনয়ন বৈধ বলে রায় দেন।
আইনজীবীরা জানান, ঋণ খেলাপি অভিযোগে রিটানিং কর্মকর্তা ও কমিশন তার প্রার্থিতা বাতিল করে। কিন্তু তিনি ঋণ পরিশোধ করায় উচ্চ আদালত থেকে তাঁর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
এদিকে একই আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার দ্বৈত নাগরিকত্বের কারণে হাইকোর্ট তার মনোনয়ন বাতিল করেছেন। তবে গফুর ভূঁইয়া প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ইতোমধ্যে আপিল করেছেন।
এদিকে, কৃষক শ্রমিক জনতা পার্টি নামে একটি রাজনৈতিক দলের আপিল সংক্রান্ত আবেদনের নিষ্পত্তি নিয়ে আদালত অবমাননার অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের বিরুদ্ধে হাইকোর্ট রুল জারি করেছেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ