বুধবার, অক্টোবর ২২, ২০২৫

মানিকগঞ্জে কৃষি প্রাণবৈচিত্র্য নির্ভর তারুণ্যের উৎসবে স্থায়িত্বশীল কৃষি চর্চার আহবান

মো:নোমান আহম্মেদ

“জৈব কৃষি চর্চা করি,প্রাণবৈচিত্র্য সুরক্ষা করি”এই শ্লোগানকে সামনে রেখে  আজ মানিকগঞ্জের কাস্তা বরুন্ডিতে কৃষক স্বপন রায়ের বাড়ীতে বারসিক পরিচালিত  এএলসিতে দিনব্যাপী কৃষি প্রাণবৈচিত্র্য মেলা ও তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

উৎসবে কৃষিপ্রতিবেশ বিদ্যা বিষয়ক যুব প্রশিক্ষণের উদ্ভোধনী পর্বে সভাপতির বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা প্রশাসক জনাব ড. মানোয়ার হোসেন মোল্লা। স্বাগত বক্তব্য রাখেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়। 

প্রধান সহায়ক হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. রবিআহ নূর আহমেদ। বক্তব্য রাখেন সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম সোহাগ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাবিবুল বাশার চৌধুরী। আলোচনায় সংহতি জ্ঞাপন করেন জেলা সবুজ সংহতির আহবায়ক কৃষিবিদ আব্দুল খালেক, বারসিক সভাপতি অধ্যাপক মনোয়ার হোসেন, কবি আনিসুর রহমান খান আলিনুর প্রমুখ। 

প্রাণবৈচিত্র্য নির্ভর হরেক রকমের স্টল প্রদর্শনে ছিলেন কৃষক মো. ইব্রাহিম মিয়া, স্বপন কুমার, মর্জিনা বেগম, লিপিকা সরকার, আব্দুল খালেক, হালিম মিয়া, আজহার উদ্দিন, মহাদেব মন্ডল প্রমুখ। কর্মসূচীতে সহায়ক হিসেবে আরও কর্মমুখর ছিলেন বারসিক কর্মকর্তা শিমুল কুমার বিশ্বাস, মাসুদুর রহমান, রাশেদা আক্তার, সত্ত রঞ্জন সাহা,সুবীর কুমার সরকার, মো. শাহিনুর রহমান,সামায়েল হাসদা,মুক্তার হোসেন,মো. নজরুল ইসলাম  প্রমুখ।

বক্তারা বলেন আধুনিক প্রযুক্তি  ব্যবহার করে কৃষি উন্নয়ন হয়েছে তবে স্থায়িত্বশীল  উন্নয়ন হয়নি। প্রাণবৈচিত্র্য নির্ভর টেকসই কৃষি প্রতিবেশ বিনির্মান করতে হলে লোকজ পদ্ধতিতেই কৃষি চর্চা অভ্যাস গড়ে তুলতে সাহায্য করতে হবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ