সোমবার

২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জের ঘিওরে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এস এ জিন্নাহ কবিরের পক্ষে নির্বাচনী প্রচারণা মিছিল

🕙 প্রকাশিত : ২২ জানুয়ারি, ২০২৬ । ১২:৩৪ অপরাহ্ণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের প্রার্থী গণমানুষের নেতা এস এ জিন্নাহ কবিরকে বিজয়ী করার লক্ষ্যে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বিএনপির এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিকের তত্বাবধানে আসন্ন সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১দফা কর্মসূচী প্রচারনা ও নির্বাচনী বিশাল মিছিল অনুষ্ঠিত হয়।

গণমিছিলটি ঘিওর বাসস্ট্যান্ড বিএনপির উপজেলা দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে ঘিওর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। উপজেলার ৭টি ইউনিয়ন থেকে অগনিত নেতাকর্মী ও সাধারণ জনগণ খন্ড খন্ড মিছিল নিয়ে নির্বাচনী বিশাল মিছিলে অংশ গ্রহন করেন। উক্ত মিছিলে উপজেলা বিএনপি, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপিসহ যুবদল, ছাত্রদল ও তার অঙ্গ সহযোগি সংগঠনের কর্মী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । গণমিছিল শেষে ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মানিকগঞ্জ জেলা জাতীয়তাবাদী যুব দলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু ।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী ওয়াজেদ আলী মিস্টারের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, ঘিওর উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ আব্দুস সোবহান হক, অ্যাডভোকেট আব্দুল আলিম খান মনোয়ার, যুগ্ম মোঃ জানে আলম, সাংগঠনিক সম্পাদক আল মামুন ভুঁইয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মাসুদুর রহমান মাসুদ, সদস্য সচিব সাইফ সানোয়ারসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ