বৃহস্পতিবার

১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনী নিরাপত্তায় সাটুরিয়াজুড়ে পুলিশের কড়া নজরদারি

🕙 প্রকাশিত : ১৩ জানুয়ারি, ২০২৬ । ৫:৫৬ পূর্বাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় মাঠে নেমেছে থানা পুলিশ। সম্ভাব্য যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে গুরুত্বপূর্ণ এলাকায় জোরদার তল্লাশি ও নজরদারি কার্যক্রম চালানো হচ্ছে।

শনিবার (১০ জানুয়ারি) বিকাল থেকে উপজেলার প্রধান সড়ক, হাটবাজার, বাসস্ট্যান্ডসহ জনসমাগমপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করে পুলিশ। এ সময় বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করা হয় এবং চালক ও যাত্রীদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়।

পুলিশ সূত্র জানায়, নির্বাচনকে কেন্দ্র করে নাশকতা, সহিংসতা বা অবৈধ কর্মকাণ্ডের আশঙ্কা থাকায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। রাতের টহল বৃদ্ধি করার পাশাপাশি গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, নির্বাচনকালীন সময়ে সাধারণ মানুষের জানমাল নিরাপত্তা পুলিশের সর্বোচ্চ অগ্রাধিকার। কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

পুলিশের এই তৎপরতায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি দেখা গেছে। স্থানীয়দের মতে, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় উপস্থিতি থাকলে অপরাধ প্রবণতা কমে এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারে।

উল্লেখ্য, নির্বাচন সামনে রেখে সাটুরিয়া থানা পুলিশের এই বিশেষ নিরাপত্তা কার্যক্রম ভোটের আগ পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ