বৃহস্পতিবার

১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সিংগাইরে সাতশো শীতার্ত মানুষকে কম্বল দিলেন বিশিষ্ট ব্যবসায়ী শামীম

🕙 প্রকাশিত : ১২ জানুয়ারি, ২০২৬ । ৭:৩৯ পূর্বাহ্ণ

চলমান শৈত্যপ্রবাহে হাড় কাপানো শীতে কষ্ট করছে গ্রামীণ জনপদের দিনমজুর ও খেটে খাওয়া শ্রমজীবি দুস্থ মানুষ। অপ্রতুল সরকারি বরাদ্দের শীতবস্ত্র পৌঁছায় না গ্রাম অঞ্চলের ভাগ্যাহত মানুষের কাছে। সমাজের এই অসহায় শীতার্ত মানুষের কষ্টের কথা চিন্তা করে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের দুর্গম অঞ্চলের দুর্ভাগ্যপীড়িত সাতশো মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন জেলা যুব দলের সাবেক সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেন শামীম। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে এসব দুস্থ শীতার্ত মানুষের হাতে কম্বল তুলেদেন তিনি।
এছাড়া এদিন বাদ আছর ফোর্ডনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্থানীয় সমাজ হিতৈষী হাজী মোস্তফা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো: আলাউদ্দিন, জেলা যুব দলের সাবেক সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেন শামীম, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মাজহারুল ইসলাম খান পায়েল, সিংগাইর উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মো: মহিদুর রহমান ফকির, পৌর বিএনপির প্রচার সম্পাদক নুর আলম বাবুল ও উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সাইফুর রহমান।
দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম আলী আকবর। দোয়ায় বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকো ও সাবেক শিল্পমন্ত্রী সামসুল ইসলাম খান নয়া মিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়। সেই সঙ্গে বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানসহ তার পরিবারের সকল সদস্যের উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করা হয়।
পরে উপজেলার ধল্লা ইউনিয়নের দুর্গম অঞ্চলের দুর্ভাগ্যপীড়িত সাতশো মানুষের হাতে কম্বল তুলেদেন জেলা যুব দলের সাবেক সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেন শামীমসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
এ বিষয়ে ব্যবসায়ী ইকবাল হোসেন শামীম বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে সব সময় চেষ্টা করি সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পাশে থাকার। সাধ্যমত চেষ্টা করি আর্থিক সহযোগিতা করার। তাছাড়া প্রতিবছরই ব্যক্তিগত অর্থায়নে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এরই অংশ হিসেবে এবার অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক নজরুল ইসলাম, সহসাংগাঠনিক সম্পাদক আব্দুল আলীম ও জয়মন্টপ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক গিয়াস উদ্দিন, উপজেলা জাসাসের সভাপতি খোরশেদ আলম, যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন ও সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ শাহিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ