বৃহস্পতিবার

১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জের ঘিওরে খাজামাঈনুদ্দিন চিশতি ( রাঃ ) ১১ তম ওরস শুরু

🕙 প্রকাশিত : ১২ জানুয়ারি, ২০২৬ । ৭:২৬ পূর্বাহ্ণ

মানিকগঞ্জের ঘিওরে ৫ দিনব্যাপী খাজামাঈনুদ্দিন চিশতী ( রা: ) এর ১১ তম বাৎসরিক ওরস ও বাউল মেলা শুরু । এ উপলক্ষে উপজেলার ঘিওর ইউনিয়নের ঘিওর দক্ষিণপাড়া ( ফায়ার সার্ভিস সংলগ্ন ) এলাকায় মোঃ দেলোয়ার হোসেন আল চিশতির চিশতিয়া দরবার শরীফে হাজারো মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে।
ওরস পরিচালনা কমিটির সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মিথুনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান খান হাবিবের তত্ত্বাবধানে ৪ দিনব্যাপী এ মেলাটি উদ্বোধন করেন মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এস এ জিন্নাহ কবির ।
রবিবার ১১ জানুয়ারি শুরু হওয়া ওই ওরস ও বাউল মেলা শেষ হবে বৃহস্পতিবার রাতে। খাজামাঈনুদ্দিন চিশতি ( রাঃ ) ওফাত দিবস উপলক্ষে এই উৎসবের আয়োজন করা হয়।
এদিকে ওরস ও বাউল আসরকে কেন্দ্র করে বাড়িতে বাড়িতে এসেছে মেয়ে জামাই। মেলাকে ঘিরে বসেছে হরেক রকমের দোকান। দোকানীরা বাহারি রকমের পসরা নিয়ে বসেছে মেলার আঙ্গিনায়। বাদ্যযন্ত্র বাজিয়ে ভক্তরা আনন্দের সাথে নিয়ে আসছে ছাগল ভেড়া, খাসি ও মোরগ মুরগি।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ