বৃহস্পতিবার

১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জে মনোনয়নপত্র বাছাইতে জাতীয় পার্টির সাবেক এমপি সহ ৯ জনের মনোনয়ন বাতিল

🕙 প্রকাশিত : ৪ জানুয়ারি, ২০২৬ । ৯:২১ পূর্বাহ্ণ

মানিকগঞ্জে ৩টি আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আজ রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে মনোনয়ন পত্র বাছাই অনুষ্ঠিত হয়।
প্রার্থী ও গণমাধ্যম কর্মীদের সামনে বাছাই পর্বে দাখিলকৃত ২৭ জন প্রার্থীর মধ্যে ৯ জনের মনোনয়ন পত্র বাতিল হয়।অপর দিকে ১৮ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষিত হয়।
মানিকগঞ্জ -১আসনে জনতার দলের মোঃ শাহজাহান খান ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলী ব্যাপারীর মনোনয়ন পত্র বাতিল ঘোষিত হয়।মনোনয়ন পত্র বৈধ হয়,বিএনপির এসএ জিন্নাহ কবীর,জামায়াতের ডাঃ আবু বকর সিদ্দিক, স্বতন্ত্র প্রার্থী মোঃ মোজাম্মেল হক তোজা,বাংলাদেশ মাইনোরিটি কমিউনিটির দিলিপ কুমার দাস,ইসলামী আন্দোলনের মোঃ খোরশেদ আলম, গন অধিকার আন্দোলনের মোঃ ইলিয়াস হোসেন ও খেলাফত মজলিসের হেদায়েত উল্লাহর।
মানিকগঞ্জ -২ আসনে জাতীয় পার্টির সাবেক এমপি এস এম আব্দুল মান্নান, স্বতন্ত্র আব্দুল আলী মোল্লা, স্বতন্ত্র প্রার্থী আবিদুর রহমান খান রোমানের মনোনয়ন পত্র বাতিল ঘোষিত হয়। এখানে মনোনয়পত্র বৈধ ঘোষিত হয় সাবেক এমপি,বিএনপির প্রার্থী ইঞ্জিঃমঈনুল ইসলাম খান শান্ত,খেলাফত মজলিসের মোঃ সালাউদ্দিন ও ইসলামী আন্দোলনের মোহাম্মদ আলীর।
মানিকগঞ্জ -৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মোঃ আতাউর রহমান আতা,এবি পার্টির মোঃ রফিকুল ইসলাম জনি,স্বতন্ত্র প্রার্থী ফারুক হোসেন ও ড.রফিকুল ইসলাম খানের মনোনয়ন বাতিল ঘোষিত হয়।
এ আসনে বিএনপির প্রার্থী আফরোজা খানম (রিতা),জামায়াতে ইসলামীর মাওলানা মুহাম্মাদ দেলোয়ার হোসাইন, জেপির আবুল বাশার বাদশা,বাংলাদেশ জাসদের মোঃ শাহজাহান আলী, স্বতন্ত্র প্রার্থী মফিজুল ইসলাম খান, কামাল,বাংলাদেশ খেলাফত মজলিসের মোঃ সাঈদ নূর,জাতীয় পার্টির মোয়াজ্জেম হোসেন খান মজলস ও ইসলমী আন্দোলন বাংলাদেশের শামসুদ্দিনের মনোনয়ন বৈধ বলে গন্য হয়।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ