বুধবার

৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার মৃত্যুতে মানিকগঞ্জে শোক, বিএনপির দিনব্যাপী কর্মসূচি পালন

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৭: ৪৫

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মানিকগঞ্জে নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুতে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের পক্ষ থেকে দিনব্যাপী শোক কর্মসূচি পালন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল থেকে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই শোক কর্মসূচি শুরু হয়। কর্মসূচির মধ্যে ছিল দলীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো ব্যাজ ধারণ, পবিত্র কুরআন তেলাওয়াত ও মরহুমার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল।
শোক কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম কিবরিয়া সাঈদ, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন আহমেদ কবির, জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিনসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় নেতারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার ভূমিকা এবং দেশ ও জাতির প্রতি অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তারা বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যু দেশের রাজনীতিতে এক অপূরণীয় ক্ষতি।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার সকাল ছয়টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ