নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মানিকগঞ্জে পালিত হয়েছে যীশু খ্রীষ্টের জন্মদিন (শুভ বড়দিন)।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে শহরের পশ্চিম বান্দুটিয়া এবং মানিকগঞ্জ এ্যাসেম্বলী অব গর্ড চার্জে কেক কেটে দিবসটির শুভ সূচনা করা হয়।এসময় খ্রিষ্ট ধর্মাবলম্বী বিপদ সংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
পশ্চিম বান্দুটিয়া ক্রিস্টান চার্চের রেভারেন্ট এডওয়ার্ড এস জামানের আঙিনায় অনুষ্ঠান উপভোগ করেন নানা ধর্মের বিপুলসংখ্যক নারী পুরুষ।
এস জামান বলেন,যীশু খ্রিষ্টের জন্মদিন (বড়দিন) উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও উৎসবমুখর পরিবেশে দিবসটি পালন করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকে সকল সাহায্য সহযোগিতা পেয়েছেন।
এসময় অনুষ্ঠানের নিরাপত্তায় পুলিশ, ডিএসবি, পিবিআই নিয়োজিত ছিলেন।
মানিকগঞ্জে নানা আয়োজনে বড়দিন পালিত
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ১০: ৫৫

