সোমবার

২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

চতুর্থ বারের মতো মানিকগঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন এএসআই শরীফ

🕙 প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৫ । ৬:৫৪ পূর্বাহ্ণ

চতুর্থ বারের মতো নভেম্বর মাসের মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন সিংগাইর থানার এএসআই মো: শরীফ হোসাইন। গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মানিকগঞ্জ পুলিশ সুপার কর্তৃক আয়োজিত মাসিক অপরাধ সভায় জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসারের সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তার হাতে তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এএসআই মো: শরীফ হোসাইন সিংগাইর থানায় যোগদানের পর থেকেই গ্রেপ্তারি পরোয়ানা তামিল, বিভিন্ন মামলার আসামী গ্রেফতার, মাদক উদ্ধার, ইভটিজিং ও অপরাধ দমনসহ পেশাগত কাজ করে ব্যাপক প্রশংসিত হন। এরই অংশ হিসেবে বারবার জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হন তিনি।
এএসআই মো: শরীফ হোসাইন বলেন,
কাজের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার আমার কাজের প্রতি দায়বদ্ধতা বৃদ্ধি পাবে। এবং ভালো কাজ করতে আরও উৎসাহিত করবে। আমি সবসময় চেষ্টা করি আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করার। আমি কখনও অন্যায়ের সাথে আপোষ করি না।
তিনি বলেন, এই সফলতা অর্জনের পেছনে পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম, সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফাহিম আসজাদ, থানার অফিসার ইনচার্জ মো: মাজহারুল ইসলাম ও এসআই পার্থ শেখর ঘোষসহ থানার সকল পুলিশ সদস্যের অবদান রয়েছে। আমি সবার প্রতি চির কৃতজ্ঞ।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ