বুধবার

৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জের চাকরি মেলায় স্বপ্ন পূরণ হলো ১৪৪৫ জন চাকরি প্রত্যাশীর

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১২: ০১

মানিকগঞ্জে চাকরিমেলা থেকে কর্মসংস্থান হয়েছে ১৪৪৫ জনের। বেকার যুবক ও যুবতীদের কর্মসংস্থানের উদ্দেশ্যে বৃহস্পতিবার মানিকগঞ্জ টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে (টিটিসি) এই মেলার আয়োজন করা হয়। টিটিসি   ও  সুইজারল্যান্ড দূতাবাসের অর্থায়ন ও উইনরক ইন্টারন্যাশনালের সহায়তায় পরিচালিত আশ্বাস প্রকল্পের আওতায় বাস্তবায়নকারী সহযোগী সংস্থা ঢাকা আহ্ছানিয়া মিশন, ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন যৌথভাবে এই চাকুরী মেলা আয়োজন করে।

প্রথম দিকে মানব পাচারের শিকার সারভাইভারদের জন্য চাকুরিমেলা আয়োজনের পরিকল্পনা থাকলেও তা সকলের জন্য উন্মুক্ত করা হয়। ৮০ জন মানব পাচারের শিকার হয়ে ফিরে আসা ৫০ জনের চাকুরি হয়েছে এই মেলায়। বৃহস্পতিবার সকালে ১১ টায়   কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মানিকগঞ্জ ক্যাম্পাসে আয়োজিত এই চাকুরি মেলার উদ্বোধন করেন মিজ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  টিটিসি অধ্যক্ষ প্রকৌ. নূর অতএব আহম্মদ ।কারিগরি বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন  অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মাদ আলী মানিকগঞ্জ, উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী নাসরিন  প্রাইভেট সেক্টর অ্যাঙ্গেজমেন্ট, উইনরক ইন্টারন্যাশনাল ও মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস।

নির্ধারিত সময়ের আগেই চাকরি প্রত্যাশিতদের পদচারণায় মুখরিত মানিকগঞ্জ টিটিসি চতুর। নানা বর্ণের খাম আর ফাইলে সযত্নে নিয়ে এসেছেন জীবন বৃত্তান্ত। যারা প্রস্তুতি নিয়ে আসতে পারেননি তারাও পিছিয়ে থাকেননি। সকলেই এক রাশ স্বপ্ন নিয়ে ছুটে গেছেন পছন্দের প্রতিষ্ঠানের নিয়োগকর্তাদের টেবিলে। মানিকগঞ্জে আয়োজিত চাকুরি মেলায় আগতদের কাছে এটি শুধু একটি আয়োজন নয়, এটি তাদের স্বপ্নপূরণের অভিযাত্রা। বেকারত্বের অভিশাপে যারা জীবনের শেষ ভেবে নিয়েছিলেন তাদের কাছে এটি যেন নতুন করে জেগে ওঠা।কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মানিকগঞ্জ এর অধ্যক্ষ প্রকৌ, নূর অতএব আহম্মদ এর মাধ্যমে জানা গেছে, চাকরি মেলায় সিভি জমা দিয়েছিল প্রায় ৫২৫৭ জন। ১৬ টি চাকুরিদাতা কোম্পানিগুলো প্রাথমিকভাবে ৭০০ জনকে মনোনীত করে। চূড়াভাবে মনোনীত হয়েছেন ৬২৭ জন। তিনি আরো বলেন, চাকরি মেলা প্রত্যাশার চেয়ে অনেক বেশি জমজমাট হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ